রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হবে রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই—এমনটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রয়োজনীয় সংশোধনীর পরেই এ অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
ফলে এখনই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে না। তবে অর্থ মন্ত্রণালয়ের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে ঐক্য পরিষদ।আজ বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।
অর্থ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি নতুন রাজস্ব বিভাগ গঠনের জন্য তাদের কার্যপরিধি নির্ধারণ, আয়কর, কাস্টমস ও মূল্য সংযোজন (ভ্যাট) আইনে প্রয়োজনীয় সংশোধন এবং সংশ্লিষ্ট বিধি ও প্রবিধান হালনাগাদ করতে হবে। এসব প্রস্তুতিমূলক কাজ শেষ না হলে অধ্যাদেশ কার্যকর করা সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের কোনো পদ বা পদবি বাতিলের পরিকল্পনা সরকারের নেই। বরং কাঠামোগত সংস্কারের ফলে পদসংখ্যা বাড়বে এবং সচিব পর্যায়ের পদে নিয়োগ ও পদোন্নতির সুযোগও সৃষ্টি হবে।
এনবিআরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা যেন নিরবিচারে রাজস্ব আদায় কার্যক্রম চালিয়ে যান এবং করদাতাদের স্বাভাবিক সেবা প্রদান করেন।
এমআর/টিএ