২৩৫ দিন পর সাকিবের উইকেট, ফাইনালের আশা বেঁচে রইল লাহোরের

সেই গেল সেপ্টেম্বরে সবশেষ স্বীকৃত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর ২৩৫ দিন কেটে গেছে, সাকিব আর উইকেটের দেখা পাননি। পাবেন কী করে, ৬ মাস তো মাঠেই ছিলেন না তিনি। মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেলেন তিনি।

তার ‘ফেরার’ দিনে তার দল লাহোর কালান্দার্সও জয় তুলে নিয়েছে। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে।

লাহোর দলে বাংলাদেশি ছিলেন ৩ জন। সাকিব ছাড়াও অন্য দুজন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদি হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতোই স্পিনার। অভিজ্ঞতার বিচারে তাই সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে।

সাকিব অবশ্য এই এলিমিনেটরে বল করেছেন মোটে ৬টি। পাওয়ারপ্লের ঠিক পরের ওভারে তাকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। সে ওভারের প্রথম ৫ বলে তিনি দিয়েছেন ৪ রান, শেষ বলে জেমস ভিন্সকে দেখিয়েছেন সাজঘরের রাস্তা।

তবে এরপর আর তাকে আক্রমণে আনার সাহস করেননি অধিনায়ক শাহিন। কারণ বাঁহাতি ডেভিড ওয়ার্নার যে ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত ছিলেন উইকেটে। তার ৭৫ রানের ইনিংসের সামনে লাহোরের সব বোলারই তুলোধুনো হয়েছেন।

ম্যাচ আপের কথা ভেবে হয়তো বাঁহাতি সাকিবকে তাই আর আক্রমণে আনতে চাননি শাহিন, নাহয় প্রথম ওভারে এমন সফল একজনকে আক্রমণে না আনার যুতসই ব্যাখ্যা দাঁড় করানো কঠিন।

বাঁহাতি ওয়ার্নারের ৭৫ রানের ইনিংস যখন শেষ হলো ইনিংসের ১৬তম ওভারে। তারপর ইরফান খান, খুশদিল শাহ আর মোহাম্মদ নবির যথাক্রমে ১৮, ২৭ আর ১৬ রানের ছোট ছোট ক্যামিওতে ভর করে করাচি কিংস দাঁড় করায় ১৯০ রানের লড়াকু পুঁজি।

এত বড় রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা শেষ করে দেন ফখর জামান, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা আর ভানুকা রাজাপাকশেরা। ফখরের ২৮ বলে ৪৭ রানে উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের পর ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের সুতোটা ঢিলে হতে দেননি আব্দুল্লাহ। এরপর ৩০ করা কুশল পেরেরা বিদায় নিলেও ১২ বলে ২৩ রান করা ভানুকা রাজাপাকশে ম্যাচ শেষ করেই ফেরেন সাজঘরে।

৬ উইকেটের জয় তুলে নেয় লাহোর। চলে যায় কোয়ালিফায়ারে। সেখানে শুক্রবার রাতে দলটা খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি May 23, 2025
img
শুধুমাত্র ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন?— মোদিকে রাহুলের প্রশ্ন May 23, 2025
img
পাইকগাছায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি কর্মী বরখাস্ত May 23, 2025
img
একসঙ্গে ৪ সন্তানের জন্ম, একজনের নাম রাখলেন ইশরাক May 23, 2025
ড. ইউনূস পদত্যাগ করতেছেন, এই খবর ভিত্তিহীন: রাশেদ May 23, 2025
img
‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়’ May 23, 2025
img
আপনি ১৮ কোটির ইউনূস, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক May 23, 2025
img
মনে হয় কোয়েলের কোমরটা জড়িয়ে ধরি- স্টেজ শোয়ে সুমিত গঙ্গোপাধ্যায়ের মন্তব্য May 23, 2025
img
কন্নড় না বলার দায়ে তামান্নার বিপক্ষে ক্ষোভ, মুখ খুললেন কর্নাটকের মন্ত্রী May 23, 2025
img
আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে May 23, 2025
img
ঝড়ের কবলে ভারতীয় বিমান, আকাশসীমা ব্যবহারের অনুরোধ নাকচ করে দিল পাকিস্তান May 23, 2025
img
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব: সেনাপ্রধান  May 23, 2025
img
আন্দামান-নিকোবরের আকাশসীমা বন্ধ: সম্ভাব্য মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে জারি হলো সতর্কতা May 23, 2025
img
জুলাইয়ের সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে: উমামা ফাতেমা May 23, 2025
img
অসংখ্য গোলের ভিড়ে মেসির পছন্দ হেড দিয়ে করা সেই গোল! May 23, 2025
img
পদত্যাগ করলে ড. ইউনূস ব্যর্থ, সিদ্ধান্ত আত্মঘাতী : ফরহাদ মজহার May 23, 2025
img
রচনা ব্যানার্জী নিজেই ফাঁস করলেন তার গোপন দুর্বলতা May 23, 2025
img
মডেলিং ও ফটোসেশন নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস May 23, 2025
img
শপথ কেবল একটা ফরমালিটি: ইশরাক হোসেন May 23, 2025
img
‘ড. ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস-কনক’ May 23, 2025