১ ওভারেই নিজেকে চিনিয়েছেন সাকিব

হারলে বিদায়, জিতলে বেঁচে থাকবে ফাইনালের আশা- এমন সমীকরণ সামনে নিয়ে গতকাল করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটিতে আগে থেকেই ছিলেন রিশাদ হোসেন, পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে আরও এক বাংলাদেশি- মেহেদী হাসান মিরাজকেও দলে টেনেছে লাহোর।

সব মিলিয়ে দলে তিন বাংলাদেশি থাকলেও গতকাল একাদশে ছিলেন শুধু সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার অবশ্য তেমন সুযোগই পাননি। মোটে ১ ওভার বোলিং করেছেন। তাতেই নিজের জাত চিনিয়েছেন ৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। আর ব্যাট হাতে নামার আগেই ম্যাচ জিতে নিয়েছে তাঁর দল।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তুলেছিল করাচি। ইনিংসের ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই এ রান পেরিয়ে গেছে লাহোর। একই সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সে ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে সাকিব-রিশাদ-মিরাজদের দল।

এর আগে গত রোববার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৬ মাস পর মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল সাকিবের। সেই ম্যাচে অবশ্য ব্যাট হাতে গোল্ডেন ডাক মারার পর বল হাতে ২ ওভারে ১৮ রান দিলেও শেষ পর্যন্ত উইকেটশূন্য ছিলেন। সে আক্ষেপ পূরণ করেছেন গতকাল।

গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামা করাচির শুরুটা ভালোই হয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারেই মাত্র ১ উইকেটে ৭০ রান তোলে করাচি। উইকেটের এক প্রান্তে তখন ২৪ বলে ৪৪ রানে ব্যাটিং করছিলেন ডেভিড ওয়ার্নার। আরেক প্রান্তে সদ্য উইকেটে নামা জেমস ভিন্স (৫ বলে ২ রানে তখন)।

এমন পরিস্থিতি সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। বিধ্বংসী রূপে থাকলেও ওয়ার্নার সাকিবের দুটি বলে মুখোমুখি হয়ে দুটি সিঙ্গেল নিতে পেরেছেন। ভিন্স নিয়েছেন দুটি সিঙ্গেল। আর ওভারের শেষ বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নাইমের হাতে ধরা পড়েন ভিন্স (৯ বলে ৪ রান)।

৪ রানে ১ উইকেট নিয়ে ওভার শেষ করলেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে ওয়ার্নারের ৫২ বলে ৭৫ ও শেষ দিকে ইরফান খান (১২ বলে ১৮), খুশদিল শাহ (১৪ বলে ২৭) ও মোহাম্মদ নবীদের (১০ বলে ১৬) ক্যামিওতে ১৯০ রানের সংগ্রহ পায় করাচি।

রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি করাচিকে। আবদুল্লাহ শফিকের ফিফটি (৩৫ বলে ৬৫) এবং ফখর জামান (২৪ বলে ৪৭), কুশল পেরেরা (২৪ বলে ৩০) ও ভানুকা রাজাপাকশেদের (১২ বলে অপরাজিত ২৩) দৃঢ়তায় সহজেই ম্যাচটা জিতে যায় লাহোর।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
'আব্বাস আফ্রিদির বাদ পড়া অন্যায়' May 24, 2025
img
লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট May 24, 2025
img
ভারতীয় নারী ক্রিকেটে কেলেঙ্কারি, সতীর্থের নামে চুরির মামলা May 24, 2025
img
বিশ্ববাজারে টানা চতুর্থ দফায় কমলো তেলের দাম May 24, 2025
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন যশ দাশগুপ্ত May 24, 2025
গান্ধী পরিবারের বিরুদ্ধে ১৪২ কোটি রুপি দুর্নীতির অভিযোগ May 24, 2025
আসিম মুনিরের নতুন খেতাব নিয়ে পিটিআই এ বিভক্তি May 24, 2025
শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাৎ May 24, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু সাঈদ ঢাকায় গ্রেফতার May 24, 2025
img
বিএনপি উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে : নজরুল ইসলাম খান May 24, 2025
রাজনৈতিক দল গুলোর বিরোধে এগুতে পারছেন না ড. ইউনুস! May 24, 2025
img
গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৬ May 24, 2025
img
জার্মানিতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আহত ১২ May 24, 2025
img
সেক্রেটারির সঙ্গে প্রেম, আশার সঙ্গে বাড়ে বড়বোন লতার দূরত্ব May 24, 2025
img
রাজকীয় আদেশে হজে ১৩শ' জনকে আতিথ্য দেবে সৌদি May 24, 2025
img
রেগে পানের পাত্র ছুড়ে মারেন নৃত্যগুরু, আহত রেখা May 24, 2025
img
যুক্তরাষ্ট্রে কোভিডের ‘নতুন রূপ’ শনাক্ত May 24, 2025
img
১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা May 24, 2025
img
১২ বছরেই কোটিপতি, তবুও মাটির মানুষ কেকি পামার May 24, 2025
img
জনগণ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ বিদায় চায়: মঈন খান May 24, 2025