নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজীনগর লেকপাড় এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে খানপুর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার বাবাসহ স্বজনরা তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বাবা মাহমুদ আল শামীম বলেন, তাদের একটি ওয়ার্কশপ রয়েছে। সে আমার সঙ্গে সেখানে কাজ করত।
গতকাল আমি বাসায় ছিলাম। ছেলে বাসা থেকে বিকালে বের হয়েছিল। পরে সন্ধ্যার দিকে সংবাদ পাই, কে বা কারা তাকে লেকপাড় এলাকায় ছুরিকাহত করে ফেলে রেখে গেছে। সেখান থেকে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
পরে হাসপাতাল গিয়ে তাকে গুরুতর অবস্থায় পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
তবে কে বা কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে, তৎক্ষণিক জানতে পারেননি। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজীনগর, উত্তর ধনকুন্ডা লেকপাড় এলাকায় তাদের বাসা।
আরএম