গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৬

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক চালানো বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নিহতদের মধ্যে ৫০ জনই ছিলেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, "আসল হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।"

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনেরও বেশি।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১ May 24, 2025
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস May 24, 2025
img
ঢাকায় সালাউদ্দিন, সাফের একাধিক সিদ্ধান্ত কাঠমান্ডুতে May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু May 24, 2025
img
আমিরকে চুমু, শুটিংয়েই বসে ছিলেন কারিশমার মা May 24, 2025
টাকা কি অনর্থের মূল | ইসলামিক জ্ঞান May 24, 2025
পুনম পাণ্ডে ও ইমরান হাশমির চুম্বন কাণ্ড: সত্য নাকি সাজানো? May 24, 2025
img
বিএনপি ও জামায়াতের পর এনসিপির সঙ্গেও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা May 24, 2025
গ্ল্যামার ছেড়ে রাজনীতির ময়দানে চোখ জাহ্নবীর | May 24, 2025
ক্রিকেট খেলায় পার্সোনাল কোন লক্ষ্য থাকতে পারে না; অধিনায়ক সোহান May 24, 2025
img
বিএনপির প্রতিনিধিদল যমুনার পথে May 24, 2025
অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকবে না কত বছর থাকবে এটা তাদের বিষয়: আখতার May 24, 2025
সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ সব একসঙ্গে চায় এনসিপি May 24, 2025
সরকার ৫ বছর থাকুক আমরা চাই না May 24, 2025
img
ভারতের সঙ্গে চুক্তি স্থগিতের পর পাকিস্তান দ্রুত জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে May 24, 2025
‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি থাকছেন’ May 24, 2025
চাপে ফেলবে না সহনশীল হবে, ইউনূসকে নিয়ে বিএনপির মতবিরোধ May 24, 2025
img
হজযাত্রীদের জন্য চালু হয়েছে সরকারি অ্যাপ ‘লাব্বাইক’ May 24, 2025
সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব: ইলিয়াস May 24, 2025
img
‘চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’ May 24, 2025