সৌম্যকে ছাড়িয়ে সর্বোচ্চ ডাক এখন সাকিবের দখলে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পর জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। দুইবারের চ্যাম্পিয়ন লাহোরকে শিরোপা লড়াইয়ে পৌঁছে দেওয়ার নায়ক বাংলাদেশের রিশাদ হোসেন। তবে একই ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই সম্পূর্ণ ব্যর্থ ছিলেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। শুক্রবার (গতকাল) তার পারফরম্যান্স ছিল হতাশাজনক, সেই সঙ্গে গড়েছেন এক বিব্রতকর রেকর্ডও।

এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে ৩২ বার তিনি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। ৩১টি ডাক নিয়ে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোরের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামেন ১৮ মে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা লাহোরের হয়ে আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি।

বিরক্ত হয়ে স্টাম্পেও প্রায় আঘাত করতে গিয়েছিলেন সাকিব। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোরের পরের ম্যাচটি ছিল করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর লড়াই। সেদিন বল হাতে ১ ওভারে ৪ রানে ১ উইকেট নিলেও, সাকিবের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি।

সাকিব যোগ দেওয়ার পর থেকে লাহোরের প্রতিটি ম্যাচই ছিল ডু অর ডাই। হারলেই ছিটকে পড়তে হতো চলমান পিএসএল থেকে। তবে তিন ম্যাচে টানা জিতেই তারা ফাইনালে উঠেছে। চূড়ান্ত ধাপে ওঠার লড়াইয়ে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শাহিন আফ্রিদির দলটি মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেডের। যেখানে লাহোর ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। বড় এই পুঁজিতে কোনো অবদানই ছিল না সাকিবের। উল্টো ২ বল খেলে রানের খাতা খোলার আগেই টাইমাল মিলসের বলে ক্যাচ আউট হয়েছেন। ম্যাচে বল হাতেও সাকিব কার্যকরী ছিলেন না। ৩ ওভারে ২৭ রান দিয়েই ছিলেন উইকেটশূন্য।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ২২ বার শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১ May 24, 2025
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে মার্চ ফর ইউনূস May 24, 2025
img
ঢাকায় সালাউদ্দিন, সাফের একাধিক সিদ্ধান্ত কাঠমান্ডুতে May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু May 24, 2025
img
আমিরকে চুমু, শুটিংয়েই বসে ছিলেন কারিশমার মা May 24, 2025
টাকা কি অনর্থের মূল | ইসলামিক জ্ঞান May 24, 2025
পুনম পাণ্ডে ও ইমরান হাশমির চুম্বন কাণ্ড: সত্য নাকি সাজানো? May 24, 2025
img
বিএনপি ও জামায়াতের পর এনসিপির সঙ্গেও বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা May 24, 2025
গ্ল্যামার ছেড়ে রাজনীতির ময়দানে চোখ জাহ্নবীর | May 24, 2025
ক্রিকেট খেলায় পার্সোনাল কোন লক্ষ্য থাকতে পারে না; অধিনায়ক সোহান May 24, 2025
img
বিএনপির প্রতিনিধিদল যমুনার পথে May 24, 2025
অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকবে না কত বছর থাকবে এটা তাদের বিষয়: আখতার May 24, 2025
সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ সব একসঙ্গে চায় এনসিপি May 24, 2025
সরকার ৫ বছর থাকুক আমরা চাই না May 24, 2025
img
ভারতের সঙ্গে চুক্তি স্থগিতের পর পাকিস্তান দ্রুত জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে May 24, 2025
‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি থাকছেন’ May 24, 2025
চাপে ফেলবে না সহনশীল হবে, ইউনূসকে নিয়ে বিএনপির মতবিরোধ May 24, 2025
img
হজযাত্রীদের জন্য চালু হয়েছে সরকারি অ্যাপ ‘লাব্বাইক’ May 24, 2025
সিগন্যাল দিলেই সবাই দেশে ঢুকে যাব: ইলিয়াস May 24, 2025
img
‘চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’ May 24, 2025