যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে নিজেদের মধ্যে বিক্রি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানায় এই দুই প্রতিষ্ঠান। চুক্তির অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি পাউন্ড বা ৬৭ কোটি ডলার। বাংলাদেশী টাকায় যা ৮ হাজার ১৭০ কোটি টাকার সমান।
যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে ১৭০ বছরের পুরোনো এই সংবাদমাধ্যমের মুদ্রণ ও অনলাইন সংস্করণের মালিকানায় থাকা টিএমজি গ্রুপের একক নিয়ন্ত্রণ পাচ্ছে রেডবার্ড। এর আগে দুই বছর ধরে চলছিল ‘দ্য টেলিগ্রাফ’ এর মালিকানা পরিবর্তনের আলোচনা। ২০২৩ সালে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস যৌথভাবে এক বিক্রয়চুক্তিতে পৌঁছালেও, তখনকার রক্ষণশীল ব্রিটিশ সরকার আপত্তি তোলে সে উদ্যোগে।
ব্রিটিশ সরকারের ভাষ্যে, IMI একটি আবুধাবিভিত্তিক সংস্থা এবং সেখানে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত। সেক্ষেত্রে টেলিগ্রাফের মতো একটি মুক্তমত প্রকাশকারী প্ল্যাটফর্ম যদি এমন প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তবে তা বাকস্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
অবশেষে এ প্রতিবন্ধকতা কাটিয়ে এককভাবে টিএমজির চূড়ান্ত মালিকানা পেল রেডবার্ড। প্রতিষ্ঠানটি জানায়, তারা দ্য টেলিগ্রাফকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের চেষ্টা করবে। সংবাদমাধ্যমটির সম্প্রসারণে পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল কার্যক্রম, সাবস্ক্রিপশনভিত্তিক গ্রাহকসেবা এবং সাংবাদিকতায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে বলে জানায় তারা।
এসএন