বাংলাদেশ-সিঙ্গাপুর আসন্ন ম্যাচের টিকিট আজ (শনিবার) দুপুর ১২ টা থেকে অনলাইন প্লাটফর্মে বিক্রি শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টিকিট বিক্রি শুরু হওয়ার ৪৫ মিনিট আগে এই কার্যক্রম ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে। ফলে টিকিট বিক্রি শুরু হবে রাত আটটা থেকে।
সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তার কমিটিই টিকিটের বিষয়গুলো দেখভাল করছে। আট ঘণ্টা পেছানোর কারণ সম্পর্কে গোলাম গাউস বলেন, ‘আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্ততিই সম্পন্ন।’
বাফুফে এবার প্রথমবারের মতো অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করছে। টিকিফাই নামক এক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে বাফুফের টিকিট বিক্রি করবে। টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিট পাবেন গ্রাহকরা। একজন এক আইডি দিয়ে ৫টি টিকিট নিতে পারবেন সর্বোচ্চ।
বাফুফের অনলাইন টিকিট কার্যক্রম আনুষ্ঠানিক ঘোষণার পর ৮ ঘণ্টা পিছিয়ে গেল। এই কার্যক্রম আদৌ কেমন হয় এটা নিয়ে ফুটবলাঙ্গনে কৌতুহল রয়েছে।
এফপি/এসএন