ক্যারিবীয় তারকার ব্যাটে ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির যুগে আগ্রাসী ব্যাটিং এখন সব ফরম্যাটেই ছড়িয়ে পড়েছে। ফলে রেকর্ড ভাঙার প্রতিযোগিতাও বেড়েছে ব্যাটারদের মধ্যে। ২০১৫ সালে ওয়ানডেতে মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

দশ বছর পর সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলা এই টেল-এন্ডার আট নম্বরে নেমে মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করেন। ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ১৯ বলে ৫৮ রান—যেখানে ছিল ২টি চার ও ৮টি ছক্কা।

রেকর্ডটা ভাঙতে না পারলেও, ডি ভিলিয়ার্সের সঙ্গে দ্রুততম হাফসেঞ্চুরির কৃতিত্বে এখন নাম লেখালেন ২৩ বছর বয়সী এই ক্যারিবীয়।

কাকতালীয়ভাবে ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ডটি ভিলিয়ার্স করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জোহানেসবার্গের সেই ম্যাচে অবশ্য কেবল ফিফটির রেকর্ডই নয়, দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডও গড়েন ডি ভিলিয়ার্স। তার ৩১ বলে করা সেঞ্চুরিটি এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম। শেষ পর্যন্ত এই প্রোটিয়া কিংবদন্তি ক্যারিবীয়দের বিপক্ষে ৪৪ বলে ৯ চার ও ১৬ ছক্কায় ১৪৯ রান করেন। ৪৩৯ রানের পুঁজি গড়ে উইন্ডিজদের ১৪৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।

এদিকে, গতকালের ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন ফোর্ড। তার করা ৫৮ রানের মধ্যে ৫৬–ই এসেছে বাউন্ডারিতে। অর্থাৎ, বাউন্ডারিতেই তিনি ৯৬.৯৫ শতাংশ রান তুলেছেন। যা ছেলেদের ওয়ানডেতে সর্বোচ্চ বাউন্ডারির শতাংশ। এর আগে এই রেকর্ডটি ছিল ফোর্ডেরই আরেক স্বদেশি আন্দ্রে ফ্লেচারের। ২০০৯ সালে তিনি বাংলাদেশের বিপক্ষে ৫২ রানের মধ্যে ৫০ করেছিলেন কেবল বাউন্ডারি হাঁকিয়ে। যেখানে বাউন্ডারি ছিল ৯৬.১৬ শতাংশ।

ফোর্ড সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে মাত্র ২৫ বলে ৬৮ রানের জুটি গড়েন। যা আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের ৩৫২ রানের বড় পুঁজি এনে দেয়। গ্রিভস অপরাজিত ছিলেণ ৩৬ বলে ৪৪ রানে। এর আগে কেসি কার্টি ১০৯ বলে ১০২ ও অধিনায়ক শাই হোপ ৪৯ রান করেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ডাবলিনে ব্যাটিংয়ে নামারও সুযোগ পায়নি স্বাগতিক আয়ারল্যান্ড।

প্রসঙ্গত, ওয়ানডেতে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ডটি এখন ফোর্ড ও ডি ভিলিয়ার্সের দখলে। এই তালিকায় তাদের পরে অবস্থান করছেন সনৎ জয়সুরিয়া, কুশল পেরেরা, মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোনের। তাদের চারজনই সমান ১৭ বলে ফিফটি করেছেন। আর উইন্ডিজদের মধ্যে ওয়ানডের দ্রুততম ফিফটিতে ফোর্ডের পরে আছেন– ক্রিস গেইল (১৯), ড্যারেন সামি (২০), ব্রায়ান লারা (২৩) ও কাইরন পোলার্ড (২৩)।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতার সভাপতিত্বে বিএনপির কর্মিসভা May 24, 2025
img
কুড়িগ্রামে ১২ বাংলাদেশিকে বিএসএফের পুশ-ইন May 24, 2025
img
নাতির বয়সি উপদেষ্টাদের দিয়ে অভিজ্ঞ সরকার হয় না: রিজভী May 24, 2025
‘আগামীর শেয়ার বাজারে সব ঘাটতি বিএনপি পূরণ করবে’ May 24, 2025
‌‌‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ May 24, 2025
ঢাবির ৯ হলের জন্য ২৮০০ কোটি টাকার বাজেট! May 24, 2025
img
সোহেলের মৃত্যু, ১০ মাস পর ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা May 24, 2025
img
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে পাকিস্তানি নিহত May 24, 2025
img
যে কারণে একই অপরাধেও ভিন্ন শাস্তি পেলেন কামিন্স-পাতিদার May 24, 2025
img
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত May 24, 2025
img
নুরুল হক নুরের বক্তব্যের নিন্দা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের May 24, 2025
img
জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ সোমবার May 24, 2025
img
বিপাশা বসুর একি হাল! May 24, 2025
img
থাইল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত May 24, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে নিহত ১ May 24, 2025
img
রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক বাতিল May 24, 2025
img
অনির্ধারিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি May 24, 2025
img
ড. ইউনূসকে শিরদাঁড়া উঁচু করে চলতে বললেন ব্যারিস্টার কাজল May 24, 2025
২০১০-১১ সালের পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য May 24, 2025
img
৫ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ারবাজা‌রের সূচক May 24, 2025