ময়মনসিংহের ফুলপুরে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে।
আটক ব্যক্তিরা হলেন—ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ (৩৫) এবং রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৫০)।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। তবে এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়াও ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ একাধিক মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ/এসএন