৭ কোটি বছরের পুরোনো ডিমে মিলল পাখির মতো শিশু ডাইনোসর

বিজ্ঞানীদের বিস্ময়ের কেন্দ্রে এখন চীনের এক প্রাচীন ডাইনোসরের ডিম। দক্ষিণ চীনের ফুজিয়ান প্রদেশে পাওয়া একটি জীবাশ্ম ডিমে মিলেছে এক অবিশ্বাস্য আবিষ্কার একটি সম্পূর্ণ ডাইনোসরের ভ্রূণ। ‘বেবি ইংলিয়াং’ নামে পরিচিত এই ভ্রূণটি প্রায় ৭ কোটি বছর আগের বলে ধারণা করছেন গবেষকরা।

চীনের নানআন শহরের ‘ইংলিয়াং স্টোন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’-এ সংরক্ষিত ছিল ডিমটি। প্রায় দুই দশক ধরে এটি একটি সংগ্রহশালার গুদামে পড়ে ছিল অযত্নে। ২০১৫ সালে একটি ফাটলের মাধ্যমে ভিতরের হাড় দেখে চমকে উঠেন এক কর্মী। এরপরই শুরু হয় গবেষণা।

ডিমের ভেতরে থাকা ভ্রূণটি একটি ‘ওভির্যাপটরোসর’ প্রজাতির ডাইনোসর। এই প্রজাতি পাখির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং অনেকটা তাদের মতোই আচরণ করত বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বিশেষ আকর্ষণীয় বিষয় হলো ভ্রূণটির অবস্থান। সেটি এমনভাবে মোড়ানো, যা আজকের পাখির ভ্রূণের “টাকিং পজিশনের” সঙ্গে মিলে যায়। অর্থাৎ, জন্মের আগে যেভাবে পাখির ভ্রূণ নিজেকে ডিমের মধ্যে গুটিয়ে নেয়, অনেকটা তেমনি ভঙ্গিতে ছিল ডাইনোসর শিশুটি। বিজ্ঞানীরা বলছেন, এই আচরণটি শুধু পাখিদের নয়, সম্ভবত তাদের ডাইনোসর পূর্বপুরুষদের মধ্যেও ছিল।

ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যামের প্যালিওনটোলজিস্ট ওয়াইসাম মা বলেন, “আমরা এই ভ্রূণটি দেখে অভিভূত। এটি অসাধারণভাবে সংরক্ষিত এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এর ভঙ্গি।”

ভ্রূণটির দৈর্ঘ্য প্রায় ২৭ সেন্টিমিটার এবং এটি যে ডিমে ছিল, তার দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। গবেষণায় উঠে এসেছে, জন্মের আগে যদি এই “টাকিং” ভঙ্গি গ্রহণ না করে, তবে ভ্রূণের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় যা আজকের পাখিদের ক্ষেত্রেও প্রযোজ্য।

এমন নিখুঁতভাবে সংরক্ষিত ডাইনোসর ভ্রূণ পাওয়া বিরল। গবেষকদের মতে, ডিমটি ডিম পাড়ার কিছুক্ষণের মধ্যেই কাদা বা বালুর নিচে চাপা পড়েছিল বলেই এটি এত সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে।

এখনো পর্যন্ত এ ধরনের আচরণ কোনো অ-অ্যাভিয়ান ডাইনোসরের মধ্যে দেখা যায়নি। এ আবিষ্কার প্রমাণ করে যে, অনেক ‘পাখি-সুলভ’ আচরণ আসলে ডাইনোসর যুগেই উদ্ভূত হয়েছিল।

ইউনিভার্সিটি অফ এডিনবরার বিজ্ঞানী স্টিভ ব্রুসাটে বলেন, “এই প্রাচীন ভ্রূণটি যেন একটা ছোট পাখি, যেটি ডিমের ভিতরে গুটিয়ে আছে। এটি আবারও প্রমাণ করে যে, আজকের পাখির অনেক বৈশিষ্ট্য এসেছে ডাইনোসরের পূর্বপুরুষদের কাছ থেকে।”

যদিও এই একটিমাত্র নমুনা থেকেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলে জানিয়েছেন গবেষকরা, তবুও এটি প্যালিওনটোলজির জগতে একটি যুগান্তকারী সংযোজন।

বর্তমানে ‘বেবি ইংলিয়াং’ কে ইংলিয়াং স্টোন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং আরও গভীর গবেষণার জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই আবিষ্কার শুধুই ইতিহাস নয়, ভবিষ্যতের জানালাও খুলে দিচ্ছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির সমাবেশে আখতারের মোবাইল চুরি! Aug 03, 2025
img
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ইরান ও পাকিস্তানের মধ্যে ১২টি চুক্তি সই Aug 03, 2025
img
শাকিব-বুবলীকে চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা চয়নিকার Aug 03, 2025
img
আমির খান মানসিক লুপে আটকা পড়ে গেছে : দীপংকর দীপন Aug 03, 2025
পাখির চোখে এনসিপির সমাবেশ Aug 03, 2025
এনসিপির সমাবেশেই এনিসিপি নেতা আখতারের মোবাইল চুরির অভিযোগ Aug 03, 2025
img
চাঁদাবাজির মামলায় রিয়াদের দোষ স্বীকার, কারাগারে তিন আসামি Aug 03, 2025
img
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী Aug 03, 2025
img
৭৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মেয়রের নামে দুদকের মামলা Aug 03, 2025
img
আ. লীগের আরো এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
ভোরের অনুশীলনে লাওসে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আফিদারা Aug 03, 2025
img
আফিফ-সাইফের ব্যাটে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
ড্রোনে ছাত্রদলের সমাবেশে যা দেখা গেল Aug 03, 2025
img
এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র‍্যাব Aug 03, 2025
img
সমন্বয়ক পরিচয়টি আমার জন্য গর্বের : হান্নান মাসউদ Aug 03, 2025
img
বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ Aug 03, 2025
img
৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় ধাপের ভাইভা শুরু ১৭ আগস্ট Aug 03, 2025
‘ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে’ Aug 03, 2025
img
ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা Aug 03, 2025
img
আজারবাইজান থেকে তুরস্ক হয়ে সিরিয়ার গ্যাস আমদানি শুরু Aug 03, 2025