দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। দীর্ঘ এই ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। আবারও পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এবার সেই ‘প্রিয় মালতীর’ জন্য মেরিল-প্রথম আলোর জোড়া পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান মেহজাবীন।
‘প্রিয় মালতী’র জন্য শুরুর দিকে মঞ্চে ওঠেন মেহজাবীন। কারণ এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। সে কারণে পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের। কিন্তু নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন। নিজের সিনেমা ‘আলী’র প্রদর্শনী নিয়ে ব্যস্ত আছেন তারা। তাই নির্মাতা, সহপ্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেহজাবীন।
পরে ‘প্রিয় মালতী’র জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী। কারণ সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড়া পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এ পুরস্কার পেয়ে যাচ্ছি। 'প্রিয় মালতী'র জন্য পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। কারণ প্রিয় মালতীর মতো গল্প আরও হওয়া উচিত।
বেশি করে নারীপ্রধান সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে, সব ধরনের সিনেমা হবে, কিন্তু নারীদের নিয়ে নারীপ্রধান যে গল্পগুলো থাকে, সেগুলোকে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। দেখা যায়, নারীপ্রধান গল্প মানেই একটা স্ট্রাগলের (সংগ্রাম) গল্প হবে কিংবা একটু আর্ট ফিল্ম হবে— এমনটাই ধারণা থাকে সবার। কিন্তু না, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, গল্প বলার ধরনও বদলাচ্ছে— এ পরিবর্তনটাকে আমাদের স্বাগত জানানো উচিত।
উল্লেখ্য, এর আগে গত ১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী পুরস্কৃত হন। সেই সময় এ আয়োজন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, এত চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত ও গর্বিতও বটে।
এফপি/এসএন