মালদ্বীপের রাজধানী মালের অদূরে লামু-গান আইল্যান্ডে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে (২৩ মে) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প পরিচালনা করা হয়।
এসময় ওই আইল্যান্ডে কর্মরত প্রায় ৬০ জন বাংলাদেশি নাগরিককে ই-পাসপোর্ট এবং এমআরপির এনরোলমেন্টসহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড দেওয়া হয়।
কর্মব্যস্ততার পাশাপাশি দূরত্বের কারণে মালের অফিস থেকে দূতাবাসের সেবা গ্রহণ করতে নানা জটিলতায় পড়তে হয় মালদ্বীপ প্রবাসীদের। সে বিবেচনায় স্বল্প সময়ে ই-পাসপোর্টের সুবিধা পেতে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এরই অংশ হিসেবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে জনবহুল বিভিন্ন দ্বীপে ছুটে যাচ্ছে হাইকমিশনের ভ্রাম্যমাণ টিম।
মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা খুব সহজে রাজধানী মালে না এসেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন আইল্যান্ডে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছেন লাখের অধিক। পাসপোর্ট নবায়নসহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। যার ফলে তারা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারছেন না। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে দূতাবাসের চালু করা ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এফপি/এসএন