শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালায়। এ সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, খাবার কম পরিমাণে বিতরণ, ঔষধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান।
পরে এ সব তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় দুদক।
অভিযানের বিষয়ে জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় রোগীদের খাবার কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।