সান্তিয়াগো বের্নাব্যুতে আনচেলত্তি ও মদ্রিচকে বিদায় জানালো রিয়াল

সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষবারের মতো খেলতে নেমেছিলেন লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেজ। ডাগআউটে শেষবারের দাঁড়িয়ে ছিলেন কার্লো আনচেলত্তি। এইতো, এখানেই রিয়াল অধ্যায় শেষ হয়ে গেলো তাদের। তবে রিয়ালের জার্সিতে শেষটা জয় দিয়েই রাঙিয়েছেন তারা। লা লিগার শেষ রাউন্ডের ম্যাচে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে সমর্থকদের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। তবে নির্ধারিত সময় শেষের খানিক আগে সান্তিয়াগো বের্নাব্যুতে সবকিছু যেন থমকে গেল। দুই দলের খেলোয়াড়রা দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। তার মাঝখান দিয়ে ধীর পায়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন লুকা মদ্রিচ। শেষবারের মতো ভালোবাসার এই আঙিনা ছেড়ে গেলেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার।

সতীর্থরা তাকে জড়িয়ে ধরলেন, গত বছর বিদায় নেওয়া আরেক জার্মান গ্রেট টনি ক্রুসও এগিয়ে এলেন। দীর্ঘ সময়ের সতীর্থ এগিয়ে আসলেন হাসিমুখেই, তবে মদ্রিচকে দেখা গেলো তার চোখ ডলতে। হয়ত চোখের পানি মোছার চেষ্টা করছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক।

কেবল মদ্রিচই নন, একই দিনে শেষবারের মতো বের্নাব্যু ছাড়লেন দলটির কোচ কার্লো আনচেলত্তির। তাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন লুকাস ভাসকেজও।

৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল মাদ্রিদ। আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট। শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটা ছিল কেবলই আনুষ্ঠানিকতা।

এদিন ম্যাচের ৩৬তম মিনিটে সোসিয়েদাদের বক্সে তাদের মিডফিল্ডার পাবলো মারিনের হাতে বল লাগে। ভিএআরে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এমবাপ্পের স্পট কিক অবশ্য রুখে দিয়েছিলেন গোলরক্ষক, যদিও বল হাতে রাখতে পারেননি তিনি। ফিরতি বল দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠান এমবাপ্পে।

৭৭তম মিনিটে লুকাস ভাসকেজকে তুলে গন্সালো গার্সিয়াকে মাঠে নামান রিয়াল কোচ আনচেলত্তি। মুহূর্তটা তখন বেশ আবেগময় হয়ে উঠে। মাঠ থেকে যখন ভাসকেজ বেরিয়ে যাচ্ছিলেন, পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে করতালিতে তাকে অভিবাদন জানান। তিনিও দুই হাত তুলে যেন বিদায় জানালেন।

কার্লো আনচেলত্তি চলে যাচ্ছেন, মদ্রিচও চলে গেলেন রিয়াল ছেড়ে, তাদের মাঝে অনেকটা চাপা পড়ে গেলো ভাসকেজের বিদায়টা। নামের পাশে হয়ত তারকা নামটা যোগ হয়নি এখনো, তবে দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো কিছুই করতে পারেন তিনি।

তার ঠিক ৬ মিনিট পরই দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ভিনিসিউসের দুর্দান্ত এক থ্রু পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে যান এই ফরাসি। কোনাকুনি শটে দলকে বল জালে জড়ান এমবাপ্পে। লা লিগায় অভিষেক মৌসুমেই ৩১টি গোল করলেন তিনি। তার চেয়ে ৬ গোল কম নিয়ে তালিকায় দুইয়ে আছেন বার্সেলোনার রবের্ত লেভানডোভস্কি।

এরপরই এল সেই বিশেষ ক্ষণ। ৮৭তম মিনিটে মদ্রিচকে তুলে নেন আনচেলত্তি। তখন কোচ এবং মদ্রিচকে ঘিরে ভারী হয়ে ওঠে পরিবেশ। সতীর্থ ও প্রতিপক্ষের গার্ড অব অনার পেয়ে মাঠ ছাড়েন লুকা মদ্রিচ।

সাইডলাইনে মদ্রিচের সতীর্থ ও কোচিং স্টাফদের মাঝে দেখা যায় রিয়ালে তার দীর্ঘ দিনের সতীর্থ টনি ক্রুস এবং তার পরিবারকে। কয়েক মিনিট ধরে চলে বিদায় পর্ব। পুরোটা সময় ধরেই দর্শকরা করতালি দিয়ে তাকে সম্মান জানায়। দর্শকের হাতে একটি প্ল্যাকার্ড ছিল, সেখানে লেখা ছিল ‘গ্রাসিয়াস মদ্রিচ’।

ম্যাচের বাকি সময়ে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। রিয়ালের অধ্যায় শেষ করে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। তবে মদ্রিচের রিয়াল অধ্যায় অবশ্য এখানেই শেষ হচ্ছে না, ক্লাব বিশ্বকাপ খেলেই প্রিয়ি ক্লাবটিকে একেবারে বিদায় বলবেন লুকা মদ্রিচ।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
মুকুলের মৃত্যু, স্ত্রী শিল্পার অনুপস্থিতি ঘিরে প্রশ্ন May 25, 2025
img
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের May 25, 2025
img
অক্ষয়ের সঙ্গে মনোমালিন্য, টুইটে পরেশের আইনি লড়াইয়ের ইঙ্গিত May 25, 2025
img
দেশের জনগণ সংস্কারের পাশাপাশি নির্বাচিত সরকার চায়: ডা. জাহিদ May 25, 2025
img
দৃশ্যটি এমন ভাইরাল হবে বুঝতে পারিনি, রুনা খান May 25, 2025
img
'যেটা যে সময় দরকার পড়ে, সেই সময় সেটা করা হয়' May 25, 2025
img
কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন May 25, 2025
img
তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে: দুদু May 25, 2025
img
সরফরাজকে দরজা ভাঙার পরামর্শ দিলেন গাভাস্কার May 25, 2025
মানিলন্ডা'রিং মা'ম'লায় যুবলীগ নেত্রী পাপিয়ার সাজা, বাকিরা খালাস May 25, 2025
ইউনূস চুপ্পু ইস্যূতে আগুনে ঘি ঢাললেন দুদু May 25, 2025
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন - প্রেস সচিব May 25, 2025
img
২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত May 25, 2025
img
ডি ব্রুইনার সিটি অধ্যায়ের ইতি, শুরু নাপোলিতে! May 25, 2025
দেশ ছাড়তে ম'রি'য়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা May 25, 2025
জয়ার চোখে নতুন শাকিব খান তাণ্ডব নিয়ে যা জানালেন May 25, 2025
img
ড. ইউনূসের পদত্যাগের ঘোষণার দৃশ্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার May 25, 2025
img
বিয়ে বাড়িতে কড়া নিরাপত্তায় সালমান May 25, 2025
img
গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ May 25, 2025
img
ঈদের আগে ৫ জুন সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম May 25, 2025