বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া দক্ষিণী ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ এবার আসছে ওটিটিতে। ১ মে মুক্তি পাওয়া এই থ্রিলার ছবিটি দর্শকপ্রিয়তা ও আয় দুই ক্ষেত্রেই ব্যাপক সফলতা অর্জন করেছে। পর্দায় আলোড়ন তোলার পর এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে।
শনিবার (২৫ মে) নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেছে, আগামী ২৯ মে থেকে ‘হিট: দ্য থার্ড কেস’ স্ট্রিমিং হবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
তারা আরও জানিয়েছে, ছবিটি দেখা যাবে তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালম ও কন্নড় এই পাঁচটি ভাষায়।
নেটফ্লিক্সের পোস্টে বলা হয়, দেখুন ‘হিট: দ্য থার্ড কেস’, ২৯ মে থেকে শুধুই নেটফ্লিক্সে।’
ওটিটিতে মুক্তির ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান।’
আরেকজন মন্তব্য করেন, ‘ন্যানি আসছেন নেটফ্লিক্সে! দারুণ একটা ছবি।’
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘হিট-৩’-এর বিশাল সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে একাধিক ভাষায় এর মুক্তি। তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ায় ছবিটি দেশের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে। সেই সঙ্গে ন্যানি ও 'হিট' ফ্র্যাঞ্চাইজির ইতিবাচক ব্র্যান্ড ভ্যালু ছবিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
সৈলেশ কোলানু পরিচালিত ও রচিত ‘হিট-৩’-এ ন্যানি ছাড়াও অভিনয় করেছেন আদিভি শেশ, শ্রীনিধি শেঠি, রাও রমেশ, নিবেতা থমাস ও ব্রহ্মাজি।
এসএন