৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শেষ হয়েছে গতকাল শনিবার। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কান উৎসবে গেলেন আলিয়া ভাট। প্রথমদিন লাল গালিচায় হাঁটার পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হলুদ রঙে আবৃত হয়ে ধরা দিলেন রাজি অভিনেত্রী।
মূলত আলিয়া এই বৈচিত্রময় সাজ নিয়েছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সৌজন্যে। তবে হলুদ লুকে আলিয়াকে ভক্তরা ভীষণ পছন্দ করেছেন। সামাজিক মাধ্যমে ভালোলাগায় ভরিয়ে দিচ্ছেন।
শনিবার রাতে বেশ কিছু ছবি পোস্ট করেন রণবীর ঘরণী।
কানে গিয়ে চোখ ধাঁধিয়ে দিলেন ভক্তদের।
যদিও প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না। পরে সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবের মঞ্চে আলিয়া।
শুক্রবার নতুন চমক দিলেন অভিনেত্রী।
গত কয়েক দিন সবার চোখ ছিল আলিয়ার দিকে। এ অভিনেত্রী কেমন সাজে নিজেকে সাজাবেন, তাই নিয়ে ভক্ত-অনুরাগীদের জল্পনা ছিল তুঙ্গে। সেই মোতাবেক ভাটকন্যা এলেন, দেখলেন এবং জয় করলেন।
এদিন বলিউড অভিনেত্রী নরম গোলাপিরঙা গাউনে সেজে যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে।
প্রথম বারপা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।
আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। সিঁথিতে চওড়া সিঁদুর নেই। কিংবা শরীর ঢাকা নয় শ্রীমদভাগবত গীতায়। বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গহনা। এতেই মাত করলেন নায়িকা। ভাটকন্যা এদিন অপেক্ষার অবসান ঘটিয়ে ডোবালেন লালগালিচায়।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে। তার সঙ্গে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেতা ভিকি কৌশলও।
এফপি/এসএন