মুকুলের মৃত্যু, স্ত্রী শিল্পার অনুপস্থিতি ঘিরে প্রশ্ন
মোজো ডেস্ক 04:15PM, May 25, 2025
মাত্র ৫৪ বছর বয়সে অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে শোকাহত সবাই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, আর শেষ আট-দশ দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অনেকের মতে, এই শারীরিক অবনতির পেছনে একাকিত্ব ও অবসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর ঘনিষ্ঠদের বক্তব্যও সেই দিকেই ইঙ্গিত করে। মুকুল এক সময় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সম্পর্ক বেশিদিন টেকেনি। মৃত্যুসংবাদ পেয়েও শেষবারের মতো দেখা করতে আসেননি তাঁর স্ত্রী শিল্পা।
দিল্লিনিবাসী শিল্পার সঙ্গে বিয়ে হয় মুকুলের। অভিনয় জগতের কেউ নন শিল্পা। শোনা যায়, বিয়ের পর থেকে খুব তুচ্ছ ব্যাপার নিয়েও মতপার্থক্য হত দু’জনের মধ্যে। ২০০৪ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা।
২০০৫ সালে মেয়ে সিয়াকে নিয়ে স্থায়ী ভাবে দিল্লি চলে যান শিল্পা। আর ফেরেননি। তখন মুকুল-কন্যার সিয়ার বয়স ছিল দু’বছর। স্ত্রী শিল্পার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ে সিয়ার সঙ্গে যোগাযোগ ছিল মুকুলের। ২০২২ সালে মেয়ের ২০তম জন্মদিনে ছবি পোস্ট করেছিলেন মুকুল। মেয়ে সঙ্গে না থাকায় আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে বিচ্ছেদের পর থেকে নাকি একা থাকতে শুরু করেন অভিনেত। মদ্যপান শুরু করেন। মায়ের মৃত্যুর পর থেকে যেন আরও একা হয়ে যান, অবসাদে ভুগতে শুরু করেন মুকুল। যদিও কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কখনওই মুখ খোলেননি অভিনেতা।