ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্টের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া।
রোববার (২৫ মে) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
তবে পদত্যাগ নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও একাধিকবার ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না গণমাধ্যমকে বলেন, পদত্যাগের বিষয় আমিও অনানুষ্ঠানিকভাবে শুনেছি, কিন্তু এ ব্যাপারে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি পায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) বিষয়টি সম্পর্কে জানতে ফোন করা হলে তিনিও কল ধরেননি।
গত শনিবার (২৪ মে) একটি অনলাইন সংবাদ মাধ্যমে সূর্য সেন হলের অব্যবস্থাপনা ও ৫ আগস্টের আগে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের সংশ্লিষ্টতায় আর্থিক লুটপাটসহ নানা অসংগতি উঠে আসার পর তিনি পদত্যাগ করেন বলে মনে করছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ এপ্রিল অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়াকে মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
আরএ/টিএ