রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা এক হাজার ১১৯টি বিদেশি শাড়িসহ দুজনকে গ্রেফতার করেছে।
গত শনিবার (২৪ মে) রাতে পুরান ঢাকার ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের পার্শ্ববর্তী মক্কা ট্রান্সপোর্টের অফিস থেকে তাদের শাড়িসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন মো. শামিম হোসেন (৩৩) ও মো. মুজাম্মেল হক (৪৪)। জব্দ করা শাড়ির আনুমানিক দাম ১৩ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।