টিকটকার প্রিন্স মামুনের বিতর্কিত অভিযোগের পর মুখ খুলেছেন মিডিয়া ব্যক্তিত্ব লায়লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকরা তার কাছে জানতে চান—তিনি কি ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং আদৌ কি তাকে ‘মেয়ে সরবরাহ’ করতেন?
প্রশ্নের উত্তরে লায়লা বলেন, “যেকোনো মানুষ যেকোনো কথাই বলতে পারে, তবে প্রমাণ সহ কথা বলতে হবে। যদি কোনো অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে, তবে প্রমাণসহ আইনের আশ্রয় নেওয়া যেতেই পারে।”
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স মামুন একটি ভিডিও বার্তায় দাবি করেন, সাবেক ডিবি কর্মকর্তা হারুনের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও প্রতারণার অভিযোগ। সেখানে তিনি জানান, ডিবি হারুন তার প্রভাব খাটিয়ে যে মেয়েদের পছন্দ করতেন, তাদের ব্যবস্থা করে দিতেন লায়লা। মামুনের ভাষ্য মতে, "লায়লা ছিল হারুনের বিশ্বাসভাজন, কিন্তু সে-ই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে।" এই বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
আরএ