সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে চমকপ্রদ মন্তব্য করে আলোচনায় আসেন লায়লা। তিনি মজা করে বলেন, "মামুনের গাড়িতে উঠা মানে রকেটে উঠা!" এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে রসিকতা ও আলোচনা।
ঘটনাটি ঘটে স্থানীয় এক অনুষ্ঠান শেষে, যেখানে সাংবাদিকরা অতিথিদের অভিজ্ঞতা জানতে চাইলে লায়লা হেসে বলেন, "মামুনের গাড়িতে উঠলেই বোঝা যায় না কখন গন্তব্যে পৌঁছাই, মনে হয় যেন রকেটের মতো চলে!"
পাশেই থাকা মামুন, যিনি পেশায় একজন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও গাড়িচালনায় দারুণ পারদর্শী, লায়লার মন্তব্যে হেসে সম্মতি জানান এবং অকপটে স্বীকার করেন, "হ্যাঁ, আমি সত্যিই একটু জোরে গাড়ি চালাই। তবে অবশ্যই নিরাপদ গতির মধ্যেই থাকি।"
তবে ট্রাফিক সচেতনতায় যুক্ত অনেকে এই ঘটনায় আলোকপাত করে বলেন, দ্রুত গতির গাড়ি চালানো যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। নিরাপদ গতির গুরুত্বও সামনে নিয়ে আসছেন তারা।
আরএ