রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি, যার বাজারমূল্য প্রায় ৩৪ কোটি টাকা, এবং বিদেশি মদ জব্দ করেছে র্যাব। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জে র্যাব-১০ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক মো. কামরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন- জাকির হোসেন (৬৫ ), মোস্তফা (৪৫), আনারুল (৪৮) ও হাবিবুর (৪২)।
মো. কামরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে কষ্টিপাথর ও বিদেশি মদের বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি দল বিকেল ৪টায় ঢাকার বেইলি রোডের বেইলি হাইটসের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ৪০ লাখ টাকার ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আরএ