জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা পূর্বঘোষিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা বুধবার (২৮ মে) বিকেল ৪টা থেকে শুরু করে ১ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত ফরম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি বা সরাসরি কলেজে গিয়ে ২ জুনের মধ্যে জমা দিতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের ফরম অনলাইনে নিশ্চয়ন করবে। এই নিশ্চয়ন কার্যক্রম চলবে ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য অংশ (প্রতি আবেদনকারী ২০০ টাকা হারে) ১৫ জুন থেকে ১৯ জুনের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। এজন্য কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে লগইন করে ‘এ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো (মাস্টার্স রেজি.)’ অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ও ফি জমা না দিলে কোনো আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ভর্তি কার্যক্রম শেষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
আরএ