বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে আসবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা আসবে তাদের অপকর্মের মামলায় বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলা সফরের প্রথম দিনে মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়সহ বিভিন্ন পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে। খুনির হাসিনার বিচার বাংলাদেশে হওয়া উচিত। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার তাদের জায়গা থেকে কারো হাতে যেন দায়িত্ব দিয়ে চলে যাবার চিন্তা না করে। আমরা এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার দেখতে চাই। জুলাই বিপ্লবে এই বাংলাদেশে যে আশা আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তরুণ সমাজ রক্ত দিয়েছে, আমরা সেই সিস্টেমগুলোর সংস্কার দেখতে চাই।

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোন অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি । রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারে জায়গা করে নিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা একটা হতে পারে যে, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।
বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য সম্পর্কে বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনতো। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হতো এবং তারা নেতার তেলবাজি করতে গিয়ে জনগণের দিকে খেয়াল করার সময় পাননি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫ শত বা এক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত। নির্বাচনের পরে সকল সেবা ও সুযোগ সুবিধা দেয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে ওই এমপিরা নিয়ে গেছে।

তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভাল মানুষকে নির্বাচিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। ভালকে ভালো এবং খারাপকে খারাপ বলার মানসিকতা নিয়ে খারাপ মানুষকে ছুড়ে ফেলতে হবে। তা না হলে আওয়ামী লীগ আমলের মত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শুরু হবে বলে আশঙ্কা করেন তিনি।

তিনি নারী সমাজকে জাতির অর্ধেক অংশ বলে উল্লেখ করে আগামীতে ভাল মানুষকে নির্বাচিত করতে তাদের (নারী)সমর্থন আশা করেন। সরকারি অফিসগুলোতে দুর্নীতি বিস্তার রোধে তাদের মুখোশ জন-সম্মুখে প্রকাশ করার উদাত্ত আহ্বান জানান।

সরকারি যত বড় আমলায় হোক, যারা জনগণকে ভয় দেখায়, অন্যায় করলে তাদের বিচার দাবি করেন তিনি। বিগত সময়ে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেয়া হয়েছে, অথচ ওটাই ছিল দুর্নীতির আখড়া বলে উল্লেখ করেন সারজিস।

বিগত সময়ে হাসিনা রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছেন এমন মন্তব্য করে তিনি বলেন, এখন দেখেছি একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একই ভাষা ব্যবহার করছেন। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। যে ভাষায় এতদিন আপনাদের উপর জুলুম করা হয়েছে, সেই ভাষার চর্চা এখন শুরু করলে, জনগণ তাদের ছুঁড়ে ফেলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আপনারা যদি ওই সংস্কৃতি প্রয়োগ করেন, তাহলে আপনারা অন্য কারো দ্বারা এটার শিকার হবেন, কিন্তু এই তরুণ প্রজন্ম সেই সংস্কৃতি আর চলতে দিবে না।

তিনি এসব নেতাদের উদ্দেশ্য বলেন, কথা বলার সময় সাবধানে কথা বলবেন, আপনাদের ভাষা ঠিক করুন, কারণ আপনারা আমাদের মুরুব্বি । আপানারা আমাদের কাছ থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন।

আগামীতে পারস্পরিক শ্রদ্ধা-সম্পর্কের বাংলাদেশ বিনির্মাণে যোগ্য লোকদের যোগ্য জায়গায় প্রতিষ্ঠা এবং ভালোর সাথে থেকে খারাপকে তিরস্কারের আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন ও ঘোড়াঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আব্দুল মান্নান সরকারসহ প্রমুখ।

এফপি/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025
img
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন Dec 14, 2025