চট্টগ্রামের কমার্স কলেজের ঘটনায় শিবিরের উদ্দেশে যা বলল ছাত্রদল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার রেশ কাটছে না। সংগঠন দুটির নেতারা এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

শিবিরের দাবি, হেল্প ডেস্কে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির কর্মীদের ওপর হামলা করে। হামলায় শিবিরের তিনজন আহত হন।

শিবিরের দাবি সত্য নয় জানিয়ে ছাত্রদল নেতারা বলছেন, শিবিরের বুথে রাখা মোবাইল না পাওয়ায় ভুক্তভোগীরা বুথ ভাঙচুর করেন। সেখানে শিবিরের কর্মীরা ‘ওরা ছাত্রদল, ধর মার’ বলে হট্টগোল তৈরি করেছে।

এ ঘটনায় ছাত্রশিবিরের নেতারা চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে হেল্প ডেস্কে হামলার পেছনে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ‘সমন্বিত অপতৎপরতা’ রয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি।

অন্যদিকে, কমার্স কলেজের ঘটনায় ছাত্রশিবির ছাত্রদলকে নিয়ে অপপ্রচার করেছে জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রদল। বিবৃতিতে শিবিরকে ভিন্নমতের প্রতি সহনশীল হয়ে অপপ্রচার ও আধিপত্যবাদের রাজনীতি পরিহার করে সুষ্ঠু ও সহাবস্থানের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

নগর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আজ ৩১ মে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও খাবার পানি বিতরণ করা হয়।

অন্যদিকে ছাত্রশিবির কলেজের প্রবেশপথ সংকীর্ণ সত্ত্বেও সেখানে বুথ বসিয়ে শিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ রাখে। কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে শিবিরের বুথে রেখে যাওয়া তাদের মোবাইল-ব্যাগ না পাওয়ায় ভুক্তভোগীরা হট্টগোল তৈরি করে বুথ ভাঙচুর করে। ছাত্রদল বিষয়টি জানতে এগিয়ে আসলে কলেজের কয়েকজন শিবির কর্মী ‘ওরা ছাত্রদল, ধর মার’ বলে চিৎকার করলে সেখানে উদ্ভূত পরিস্থিতি পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষ শান্ত হয়। ছাত্রদলের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ ফিরিয়ে দেয় শিবির। এ ঘটনাকে শিবিরের ওপর ছাত্রদলের হামলা বলে ফেসবুক ও অনুগত মিডিয়া অপপ্রচার করে।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, শিবির তথাকথিত রাজনৈতিক কৌশলের নামে গত ১৭ বছর ফ্যাসিবাদের ছায়াতলে যে অপরাজনীতি চর্চা করেছে জুলাই আন্দোলনের পরও সেই চর্চা অব্যাহত রাখার অপচেষ্টা করছে। ছাত্রশিবিরকে ভিন্নমতের প্রতি সহনশীল হয়ে অপপ্রচার ও আধিপত্যবাদের রাজনীতি পরিহার করে, সুষ্ঠু ও সহাবস্থানের রাজনীতিতে ফিরে আসার আহ্বান করছি।

জানা গেছে, শনিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সরকারি কমার্স কলেজে কেন্দ্রে অন্তত তিন হাজার শিক্ষার্থীর অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করে ছাত্রদল। অন্যদিকে কলেজের প্রবেশমুখে হেল্পডেস্ক বুথ খোলে ছাত্রশিবির। বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025