কোরবানির জন্য কীভাবে সুস্থ গরু চিনবেন?

মূলত তিন ধরনের গরু কোরবানির হাটে উঠে। দেশি গরু, বিদেশি গরু আর দেশি বিদেশির মিশেলে সংকর প্রজাতির গরু। মূলত বিদেশি আর সংকর প্রজাতির গরুগুলোকেই অসাধু খামারিরা নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করেন।

চিকিৎসকরা বলছেন, স্টেরয়েড হরমোন প্রয়োগ করা গরুর মাংস শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল তো করেই সেই সঙ্গে স্বাগত জানায় নানান জটিল রোগকেও। কৃত্রিম উপায়ে মোটাতাজা করা মাংস খাওয়ার সবচেয়ে ভয়াবহতা হলো বন্ধ্যাত্ব, উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, হৃদ্‌রোগ ধরা পড়ে ইত্যাদি।

উন্নত দেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ পশু মোটাতাজাকরণের জন্য স্টেরয়েড, ইনজেকশন, হরমোন ট্যাবলেট নিষিদ্ধ করেছে। এসব নিষিদ্ধ ওষুধ যে শুধু মানুষের স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করছে এমনটা কিন্তু নয়। পশু চিকিৎসকরা বলছেন, এমন ওষুধ প্রয়োগে বিপর্যয় নেমে আসে প্রাণিটির ওপরও।

কারণ দ্রুত মোটা তাজা করার চক্করে নিষিদ্ধ ওষুধ প্রয়োগের ২০-২৫ দিনের মধ্যে স্বাভাবিক ক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পশুটিরও মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এমন পশু কখনই কোরবানি দেয়া উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এমন পশু কোরবানির জন্য কেনা থেকে বিরত থাকুন। তাই আজ আপনাদের জানাব ভালো ও সুস্থ গরু চেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস-

১। কোনো গরু সুস্থ, অসুস্থ নাকি কৃত্রিম উপায়ে মোটা তাজা করা তা দ্রুত চিনে নিতে পারবেন গরুর চামড়া দেখেই। কারণ চামড়া দিয়েই সহজে বোঝা যায়, একটি গরু কতটা রোগমুক্ত। সুস্থ গরুর চামড়ায় সব সময় একটা গ্লেসি ভাব এবং মাংসের সঙ্গে চামড়া টাইট হয়ে আটকে থাকবে।

২। স্বাভাবিক উপায়ে পালিত সুস্থ গরু কখনই ঘন ঘন দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় না। সুস্থ গরু দেখতে বেশ প্রাণবন্ত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুতই হাঁটাচলা করতে পারে, যা কৃত্রিম উপায়ে মোটাতাজা গরু করতে পারে না।

৩। সুস্থ গরুর শরীরের মাংসে হাত দিয়ে চাপ দিলে ফোলাভাব থাকবে না। এসব গরুর ক্ষেত্রে নাকের ওপরের অংশ ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকে।

৪। সুস্থ গরুর সামনে খাবার দিলেই জিভ দিয়ে খাবার টেনে খেয়ে নিবে। সুস্থ গরুর চেনার আরও একটি উপায় হলো এসব গরুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।

৫। ভালো জাতের ও সুস্থ গরু খুঁজে পেতে মিডিয়াম সাইজের গরু কেনাতেই প্রাধান্য দিন। কারণ সাধারণত বড় সাইজের গরুগুলোকে ইনজেকশন বা হরমোন ট্যাবলেট খাওয়ানো হয়। তাই কোরবানির জন্য বড় গরু কেনা থেকে বিরত থাকুন।

কোরবানির গরুর এসব লক্ষণ খুঁজে পেতে দিনের আলো থাকতে থাকতেই হাটে যান, গরু কিনে নিতে চেষ্টা করুন। কেননা রাতের বেলায় এসব লক্ষণ সহজে পরখ করা সম্ভব হয় না।

তাই এই ৫টি গুরুত্বপূর্ণ টিপস মেনে গরু কিনুন এবং অনাকাঙ্ক্ষিত বিপদ এড়িয়ে চলুন।

এসএম/এসএন   

Share this news on:

সর্বশেষ

img
সাইয়ারার জন্য মোহিতের প্রথম পছন্দ ছিল সিদ্ধার্থ-কিয়ারা জুটি! Jul 29, 2025
img
প্রথমবারের মতো মাতৃত্বের আনন্দে ভাসছেন অহনা Jul 29, 2025
img
‘বিগ বস’-এ যাচ্ছেন না মল্লিকা শেরাওয়াত, গুজব উড়িয়ে দিলেন খোদ নিজেই Jul 29, 2025
img
হৃতিক-কিয়ারার ফ্ল্যাশব্যাক রোমান্স, আসছে ওয়ার ২-এর প্রথম গান Jul 29, 2025
img
কেকেআরের সঙ্গে পথচলা শেষ, বিদায় চন্দ্রকান্ত পণ্ডিতের Jul 29, 2025
img
সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে : প্রধান উপদেষ্টা Jul 29, 2025
img
তামিম একজন মেগাস্টার : হামজা চৌধুরী Jul 29, 2025
img
বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে: আসিফ নজরুল Jul 29, 2025
img
ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের সমালোচনা করেছে ওয়াশিংটনের বাবা Jul 29, 2025
img
সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি Jul 29, 2025
img
তাসকিনের ঘটনার পর নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি Jul 29, 2025
img
রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে স্থবিরতা, সুদহার অপরিবর্তিত Jul 29, 2025
img
সাকিব একজন আইকন : হামজা চৌধুরী Jul 29, 2025
img
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় দর্শক হেনস্তা Jul 29, 2025
img
গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে পিএম’স ইলেভেনের মুখোমুখি ইংল্যান্ড Jul 29, 2025
img
‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও খারাপ করবে পাকিস্তান’ Jul 29, 2025
img
রাহাকে নিয়ে মাতৃত্বের যাত্রায় আলিয়া, মেয়ের প্রশংসায় মহেশ ভাট Jul 29, 2025
img
জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন মহাসচিব Jul 29, 2025
img
বিসিসিআইয়ের অফিসে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরিতে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী Jul 29, 2025
img
আকাশ থেকে ফিলিস্তিনে খাবার-ওষুধ ফেলছে ফ্রান্স Jul 29, 2025