চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তার সহযোগীসহ গ্রেফতার ৪

ফরিদপুরের নগরকান্দায় চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগে গোলাম হায়দার (৬০) নামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে (মেজর) গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ হোসেনসহ (৪৫) আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২ জুন) রাত ৩টার দিকে নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারের নিজবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানার এসআই মো. আমিরুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেলে কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজু মোল্যা বাদী হয়ে অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার ও তার সহযোগী ফরহাদ খানের নামে চাঁদাবাজি ও হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত মেজর হায়দার এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফরহাদ হোসেনসহ চারজনকে গ্রেফতার করেন যৌথবাহিনী।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজু মোল্যা বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মেজর গোলাম হায়দার। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ১ জুন তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে থানায় লিখিত অভিযোগ করলে ওই রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।’

স্থানীয়রা জানান, অভিযানের সময় মসজিদের মাইক ব্যবহার করে মেজরের বাড়িতে ডাকাত পড়েছে বলে গুজব রটান তার সহযোগী ফরহাদ হোসেন।

এতে আশপাশের এলাকা থেকে মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ সাইরেন ও মাইকিংয়ের মাধ্যমে জানায় যে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকাবাসীর সহায়তায় ফরহাদসহ তিনজনকে প্রেফতার করা হয়। পরে মেজর হায়দারকেও নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে গত শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ভবুকদিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলাকে ঘিরে উত্তেজনার সময় স্থানীয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলাকালে উপস্থিত সেনাবাহিনী ও ছাত্রদের সঙ্গে উগ্র আচরণ ও অশোভন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মেজর হায়দার।

সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

নাম প্রকাশ না করার শর্তে সালথা ও নগরকান্দা উপজেলার একাধিক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে নিজেকে সাবেক সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে উন্নয়ন প্রকল্পের তালিকা চাইতেন গোলাম হায়দার। কেউ তালিকা দিতে না চাইলে তার সঙ্গে অশোভন আচরণ করতেন ও ভয়ভীতি দেখাতেন।’       

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরতে পারে: রুমিন ফারহানা Dec 14, 2025
জয়া-রুনাকে নিয়ে চুমকির বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় Dec 14, 2025
দুই বছর অপেক্ষার পর ধামাকা এন্ট্রি দিয়ে ফিরলেন ফারিয়া Dec 14, 2025
সমুদ্রসৈকতে মিমের আবেদনময়ী লুক নেটমহলে তোলপাড় Dec 14, 2025
মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি Dec 14, 2025
img
‘প্রতি সপ্তাহে কোরিয়া যাই’- ফের আলোচনায় তান্যা মিত্তল Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা : প্রধান উপদেষ্টা Dec 14, 2025
img
হানিমুন শেষে উচ্ছ্বসিত সামান্থা, স্বামীর সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাইরাল Dec 14, 2025
img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025