পায়ের শক্তি ও ভারসাম্য বাড়ে খালি পায়ে হাঁটলে, তবে ঝুঁকির ক্ষেত্রে সাবধান হওয়া জরুরি

বাচ্চাকালে হয়তো অনেকেই খালি পায়ে দৌড়েছেন মাটির পথ, ঘাস কিংবা বালির উপর দিয়ে। বড় হয়ে তা অনেকটা বিলাসিতা মনে হতে পারে, তবে বিজ্ঞান বলছে—খালি পায়ে হাঁটার রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা। ‘আর্থিং’ বা ‘গ্রাউন্ডিং’ নামে পরিচিত এই প্রাকৃতিক অভ্যাসটি শুধু ভালো লাগার ব্যাপার নয়, বরং বাস্তবিক উপকারও করে শরীরের।

তবে সাবধান! সব জায়গায় খালি পায়ে হাঁটা স্বাস্থ্যকর নয়। কোথায়, কখন ও কাদের জন্য এটা উপকারী, আর কখন তা বিপজ্জনক হয়ে উঠতে পারে—জেনে নিন বিস্তারিত।
কী কী উপকার পাবেন খালি পায়ে হাঁটলে?

পায়ের পেশি ও গঠন মজবুত হয়
জুতোর ভেতরে দিনের পর দিন বন্দি থেকে আমাদের পায়ের পেশিগুলো অলস হয়ে পড়ে। খালি পায়ে হাঁটার ফলে সেই পেশি, লিগামেন্ট ও টেনডনগুলো সক্রিয় হয়, যা পায়ের গঠন উন্নত করে ও ব্যালান্স বাড়ায়। নিয়মিত এই অভ্যাসে পায়ের চাপবন্টন হয় সঠিকভাবে।

শরীরের ভারসাম্য ও ভঙ্গি উন্নত হয়
খালি পায়ে হাঁটার ফলে মাটির স্পর্শ ও গঠনের প্রতি সচেতনতা বাড়ে। এতে শরীরের proprioception (নিজ শরীরের অবস্থান বোঝার ক্ষমতা) বৃদ্ধি পায়, যা হাঁটার ভারসাম্য ও শরীরের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে।

জয়েন্ট ব্যথায় উপশম মিলতে পারে
গবেষণায় দেখা গেছে, নরম ও অসম মাটিতে খালি পায়ে হাঁটলে হাঁটু ও কোমরের উপর চাপ কম পড়ে। তবে মনে রাখতে হবে, এটা সব ধরণের জয়েন্ট সমস্যার সমাধান নয়।

রক্ত সঞ্চালন বাড়ে
পায়ের পাতায় রয়েছে অসংখ্য স্নায়ু ও রক্তনালী। খালি পায়ে হাঁটলে এদের উদ্দীপনা ঘটে, যা রক্ত চলাচল বাড়ায়। ঠান্ডা পা কিংবা দীর্ঘসময় বসে থাকা মানুষদের জন্য এটা দারুণ উপকারী।

‘আর্থিং’ বা ‘গ্রাউন্ডিং’ এর মানসিক প্রশান্তি
মাটির সাথে সরাসরি সংযোগ মানসিক প্রশান্তি এনে দিতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি স্ট্রেস, ঘুমের সমস্যা ও ব্যথা উপশমেও কার্যকর হতে পারে।

যেসব ক্ষেত্রে খালি পায়ে হাঁটা বিপজ্জনক?
ফ্ল্যাট ফুট, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা পায়ের যন্ত্রণায় কষ্ট পেলে সতর্ক হন
এ ধরনের সমস্যায় খালি পায়ে হাঁটা উল্টো ব্যথা বাড়াতে পারে। তাই এসব ক্ষেত্রে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শহরের রাস্তা বা ফুটপাত—না!
ঘাস বা বালির উপর হাঁটা যতই স্বাস্থ্যকর হোক না কেন, শহরের ধুলোবালি, ভাঙা কাচ, রাসায়নিক ও জীবাণুতে ভরা পথ খালি পায়ে হাঁটার জন্য একেবারেই উপযুক্ত নয়।

ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক
ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যথা টের না পাওয়ার আশঙ্কা থাকে। ফলে ছোট একটি কাটা কিংবা পুড়ে যাওয়া বড় বিপদ ডেকে আনতে পারে।

চরম গরম বা ঠান্ডা থেকে বিরত থাকুন
গরম রাস্তায় খালি পায়ে হাঁটলে পুড়ে যাওয়া বা ফোস্কা পড়ার ঝুঁকি থাকে। আবার ঠান্ডা মেঝেতে হাঁটলে সংবেদনশীল মানুষদের ক্ষেত্রে পেশি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কালস বা ছত্রাক সংক্রমণের ভয়
বারবার খালি পায়ে হাঁটলে পায়ের তলায় চামড়া মোটা হয়ে যেতে পারে বা ফাংগাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে ভেজা জায়গায় হাঁটলে।

কীভাবে নিরাপদে শুরু করবেন খালি পায়ে হাঁটার অভ্যাস?
শুরুতে নিজের বাসার লন, বারান্দা বা পরিচ্ছন্ন বালুর জায়গায় হাঁটা শুরু করুন।
দিনে কয়েক মিনিট, ধীরে ধীরে সময় বাড়ান।
ব্যথা বা অস্বস্তি অনুভব করলে জুতা পরে নিন।
ব্যায়াম করার সময় খালি পায়ে যোগব্যায়াম বা মেডিটেশন করাও উপকারী হতে পারে।

খালি পায়ে হাঁটা নিঃসন্দেহে উপকারী—তবে সবার জন্য না, সব জায়গায় না। সচেতনভাবে ও নিরাপদ পরিবেশে এই অভ্যাস গড়ে তুললে শরীর-মন দুটোই উপকৃত হবে। চেষ্টা করে দেখুন—হয়তো খালি পায়ের স্পর্শে আপনি ফিরে পাবেন প্রকৃতির স্নেহছোঁয়া আর নিজের ভেতরের ভারসাম্য।
কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইউনূস সরকারের প্রতি মানুষের যে ভালোবাসা ও বিশ্বাস ছিল তা রিভার্স হয়ে গেছে : গোলাম মাওলা রনি Aug 03, 2025
img
ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১০ Aug 03, 2025
img
বিরাট কোহলি ও আবদুল রজ্জাক নিয়ে মুখ খুললেন তামান্না Aug 03, 2025
ড. ইউনূসকে উদ্দেশ্য করে যা বললেন সোহেল Aug 03, 2025
img
এনসিপির সমাবেশে আখতারের মোবাইল চুরি! Aug 03, 2025
img
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ইরান ও পাকিস্তানের মধ্যে ১২টি চুক্তি সই Aug 03, 2025
img
শাকিব-বুবলীকে চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা চয়নিকার Aug 03, 2025
img
আমির খান মানসিক লুপে আটকা পড়ে গেছে : দীপংকর দীপন Aug 03, 2025
পাখির চোখে এনসিপির সমাবেশ Aug 03, 2025
এনসিপির সমাবেশেই এনিসিপি নেতা আখতারের মোবাইল চুরির অভিযোগ Aug 03, 2025
img
চাঁদাবাজির মামলায় রিয়াদের দোষ স্বীকার, কারাগারে তিন আসামি Aug 03, 2025
img
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী Aug 03, 2025
img
৭৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মেয়রের নামে দুদকের মামলা Aug 03, 2025
img
আ. লীগের আরো এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
ভোরের অনুশীলনে লাওসে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আফিদারা Aug 03, 2025
img
আফিফ-সাইফের ব্যাটে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
ড্রোনে ছাত্রদলের সমাবেশে যা দেখা গেল Aug 03, 2025
img
এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র‍্যাব Aug 03, 2025
img
সমন্বয়ক পরিচয়টি আমার জন্য গর্বের : হান্নান মাসউদ Aug 03, 2025
img
বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ Aug 03, 2025