রাষ্ট্রপতি হামিদ আমাদের শিক্ষা দিয়েছেন—সবাই পালায় না, পালিয়ে বাঁচে না: গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, 'রাষ্ট্রপতি হামিদ আমাদের শিক্ষা দিয়েছেন—সবাই পালায় না, পালিয়ে বাঁচে না। তিনি কোনো উচ্চ শিক্ষিত, পিএইচডি ডিগ্রিধারী মানুষ নন। তিনি আমাদের হামিদ ভাই। ভাটি অঞ্চলের মানুষ, সাধারণ ভাত-ভর্তা খাওয়া মানুষ।

সেই শেকড়ের মানুষটি সারাজীবন নীতি ও আদর্শ আঁকড়ে ধরে থেকেছেন।'

আজ সোমবার রাতে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতিকে তিনি কেন রাষ্ট্রপতি সম্বোধন করলেন ভিডিও বার্তার শুরুতে সেটাও উল্লেখ করেছেন গোলাম মাওলা রনি।

রনি বলেন, 'রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে গেলেন এবং আবার ফিরে এলেন, এই সময়ের মধ্যে যা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

তবে তার আগে বলি, আমি কেন তাকে এখনো ‘রাষ্ট্রপতি হামিদ’ বলছি, কিংবা কেন তাকে ‘সাবেক রাষ্ট্রপতি’ বলিনি।'

তিনি যোগ করেন, 'আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে ছিলাম। রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে। আমি সেই দেশের সরকারি স্কলারশিপে পড়াশোনা করেছি।

সেখানে দেখেছি, জনপ্রতিনিধিদের সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখা হয়। একজন প্রেসিডেন্ট বা সিনেটরের পদ থেকে অবসর নেওয়ার পরও তাকে প্রেসিডেন্ট বা সিনেটর বলেই সম্বোধন করা হয়। যেমন ক্লিনটন কিংবা বুশ—তারা এখন আর প্রেসিডেন্ট নন, তবুও তাদের প্রেসিডেন্ট বলেই ডাকা হয়।'

'কিন্তু আমাদের দেশে যখন কেউ ক্ষমতায় থাকেন, তখন সবাই তার পায়ের নিচে পড়ে থাকে; আর ক্ষমতা হারানোর পর তাকে তাচ্ছিল্য করা হয়, অপমান করা হয়। আমরা যেমনই হই না কেন, যদি আমরা গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করি, তাহলে অতীতের প্রেসিডেন্টদেরও সম্মান করতে হবে—খন্দকার মোশতাক, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান—তাদের সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে স্মরণ করতে হবে।

সেই সংস্কৃতির প্রভাবেই আমি আজ জনাব আব্দুল হামিদকে ‘রাষ্ট্রপতি হামিদ’ বলেছি।'

গোলাম মাওলা রনি বলেন, 'তিনি ছিলেন সাধারণ মানুষের রাষ্ট্রপতি। একজন দিনমজুর কিংবা রিকশাচালকও তার মধ্যে নিজের প্রতিনিধি দেখতে পেতেন। তার ৬০ বছরের রাজনীতি জীবনে আমরা একবারও স্মরণ করিনি যে তিনি একজন অসুস্থ বৃদ্ধ, চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন।'

রনি আরো বলেন, 'আমরা তাকে গালিগালাজ করেছি, পালিয়ে যাওয়া অভিযুক্ত করেছি—যেন তিনি কোনো দস্যু বা গডফাদার! অথচ তিনি আমাদেরই রাষ্ট্রপতি, আমাদেরই স্পিকার, আমাদেরই নির্বাচিত প্রতিনিধি। তিনি হুইলচেয়ারে বসে প্লেনে উঠেছেন, লুঙ্গি পরে ফিরেছেন। এতকিছুর পরও আমরা আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করিনি। এই মানসিকতার কারণেই আমরা দিনের পর দিন খারাপ শাসকের দ্বারা শাসিত হচ্ছি।

কারণ আমরা সত্যের পক্ষে দাঁড়াতে শিখিনি। বাতাস যেদিকে, আমরা সেদিকেই পাল তুলে চলি।'

আরএম


Share this news on:

সর্বশেষ

img
ভাগিনা ইমরান খানের নায়িকা এখন মামা আমির খানের সঙ্গে Jun 10, 2025
img
সিঙ্গাপুর ম্যাচের আগে দর্শক নিয়ে মুখ খুললেন জামাল ভূঁইয়া Jun 10, 2025
img
শাহরুখ-অমিতাভকে টেক্কা দিয়ে ২৫০ কোটির বাংলো বানালেন রণবীর-আলিয়া! Jun 10, 2025
img
৫১ বছর বয়সেও অবিবাহিত বলিউড অভিনেতা অক্ষয় খান্না Jun 10, 2025
img
নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে : তাইফুল ইসলাম টিপু Jun 10, 2025
img
সৌদি ক্লাব আল-নাসরেই থাকার ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর Jun 10, 2025
img
সব দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে : শামা ওবায়েদ Jun 10, 2025
img
ভারতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংক, কত লাগবে ডিভাইস ও মাসিক খরচ? Jun 10, 2025
img
‘উন্নয়ন শব্দটা যেরকম একটা বয়ান হয়েছিল, সংস্কারটা সেইরকম একটা বয়ানে পরিণত হয়ে যাচ্ছে’ Jun 10, 2025
img
অভিনেতা জাহিদ হাসানের শারীরিক অবস্থার কথা জানালেন অভিনেত্রী মৌ Jun 10, 2025
img
নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে : মজিবুর রহমান Jun 10, 2025
img
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার Jun 10, 2025
img
সিক্যুয়েল দিয়ে নতুনভাবে ফিরছেন আমির খান! Jun 10, 2025
img
নারীরা এখনও রাজনীতিতে যেতে নিরুৎসাহিত হয়: রুমিন ফারহানা Jun 10, 2025
img
জিয়া পরিবার ছাড়া জনগণের হয়ে কেউ কাজ করেনি: এ্যানি Jun 10, 2025
img
সাকিবের মেজাজ হারানোর কথা মনে করালেন রবিচন্দ্রন অশ্বিন Jun 10, 2025
img
যদি কেউ আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা তাদের রুখে দিব : এনসিপি নেতা জুবাইরুল Jun 10, 2025
img
ভক্তদের অনুরোধে সাড়া, ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন পরেশ রাওয়াল! Jun 10, 2025
img
ব্রহ্মপুত্র ন‌দে জে‌লের বড়‌শি‌তে ধরা পড়ল সা‌ড়ে ৯ কে‌জি ওজ‌নের চিতল Jun 10, 2025
img
ইতালিতে নাগরিকত্ব আইন সহজ করার গণভোট ব্যর্থ Jun 10, 2025