পিসিবি সভাপতির অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেসন গিলেস্পি

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির দায়িত্বও পালন করছেন মহসিন নাকভি। অর্থাৎ, দুটো দায়িত্বেই অনেক বেশি ব্যস্ততার মুখে পড়তে হয় তাকে। নাকভির বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ সভায় শারিরীকভাবে অনুপস্থিত থাকার অভিযোগ তুলেছেন সাবেক কোচ জেসন গিলেস্পি। এমনকি ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিয়েও তিনি আসেননি বলে অভিযোগ।

ক্রিকেটারদের সঙ্গে কোচ, নির্বাচক ও বোর্ড সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ টিম-বিল্ডিং সেশন চালু করেন পাকিস্তানের তৎকালীন দুই কোচ। যাকে তারা নাম দেন ‘কানেকশন ক্যাম্প’ নামে। ওই সময় পাকিস্তানের সীমিত ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। কানেকশন ক্যাম্পে উপস্থিত থাকতে তিনি দক্ষিণ আফ্রিকা এবং টেস্ট কোচ গিলেস্পি অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেও পিসিবি সভাপতিকে সশরীরে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন।

‘দ্য হাওয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জেসন গিলেস্পি। তিনি জানান, ‘গ্যারি (কার্স্টেন) কানেকশন ক্যাম্পের দারুণ একটি ধারণা চালু করেছিলেন। এখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতেন পাকিস্তান ক্রিকেটের সংশ্লিষ্টরা। এমন এক সভায় থাকতে আমি অস্ট্রেলিয়া থেকে আসি, গ্যারি আসেন দক্ষিণ আফ্রিকা থেকে। অথচ (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেখানে যুক্ত হন জুমে (অনলাইন প্ল্যাটফর্ম)।’



গিলেস্পি বলেন, ‘তিনি (নাকভি) লাহোরেই ছিলেন, কিন্তু তবুও তিনি আসেননি। অথচ আফ্রিকা থেকে চলে আসতে হয়েছে গ্যারিকে। তখনই আমাদের মনে হয়েছিল, মাত্র ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিতে পারলেন না সভাপতি– এটি কিছুটা অস্বাভাবিকই বটে!’ পিসিবির আয়োজনে গত বছরের ২৩ সেপ্টেম্বর ওই সভা হয়েছিল। যার লক্ষ্য ছিল জাতীয় দলের অভ্যন্তরীন যোগাযোগ, সমন্বয় ও পারফরম্যান্সে উন্নতি করা। কানেকশন ক্যাম্পে উপস্থিত ছিলেন পাকিস্তানের ৮ তারকা– বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সৌদ শাকিল, শাদাব খান ও শান মাসুদ।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যায় পাকিস্তান। দুই দলের টেস্ট সিরিজ শুরুর আগেরদিনই হঠাৎ করে টেস্ট কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গিলেস্পি। যার কারণ হিসেবে তিনি পিসিবিকে জানান, হাই-পারফরম্যান্স (এইচপি) দলের কোচ টিম নিলসনকে বরখাস্ত করার বিষয়টি এতে ভূমিকা রেখেছে। গিলেস্পি বলেন, ‘আমি এইচপি দলের কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে একেবারে কিছুই জানতাম না। গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমি চিন্তিত ছিলাম, এরই মাঝে যখন নিলসনের বরখাস্তের বিষয় জানলাম, ওই সময় আমার অনুভূতি জাগে– “তারা আসলেই আমাকে চাকরি চালিয়ে যেতে দেবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে।”’

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গিলেস্পি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১টি টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলেছেন। পাকিস্তানের কোচ হওয়ার পর পিসিবির সঙ্গে তার যোগাযোগে ঘাটতি ছিল বলে আগেই জানিয়েছিলেন তিনি। এরই মাঝে ২০২৪ সালের অক্টোবরে নিজের মেয়াদের মাত্র ৬ মাসের মাথায় পদত্যাগ করেন পাকিস্তানের সাদা বলের কোচ কার্স্টেন। পিসিবি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানান সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। এরপর তার বদলে অন্তর্বর্তীকালের জন্য বাকি দুই ফরম্যাটেরও কোচ হন গিলেস্পি। তবে সেটিও স্থায়ী হয়নি, আচমকা দায়িত্ব ছাড়েন ডিসেম্বরে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025