পিসিবি সভাপতির অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেসন গিলেস্পি

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির দায়িত্বও পালন করছেন মহসিন নাকভি। অর্থাৎ, দুটো দায়িত্বেই অনেক বেশি ব্যস্ততার মুখে পড়তে হয় তাকে। নাকভির বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ সভায় শারিরীকভাবে অনুপস্থিত থাকার অভিযোগ তুলেছেন সাবেক কোচ জেসন গিলেস্পি। এমনকি ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিয়েও তিনি আসেননি বলে অভিযোগ।

ক্রিকেটারদের সঙ্গে কোচ, নির্বাচক ও বোর্ড সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ টিম-বিল্ডিং সেশন চালু করেন পাকিস্তানের তৎকালীন দুই কোচ। যাকে তারা নাম দেন ‘কানেকশন ক্যাম্প’ নামে। ওই সময় পাকিস্তানের সীমিত ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। কানেকশন ক্যাম্পে উপস্থিত থাকতে তিনি দক্ষিণ আফ্রিকা এবং টেস্ট কোচ গিলেস্পি অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেও পিসিবি সভাপতিকে সশরীরে না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন।

‘দ্য হাওয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জেসন গিলেস্পি। তিনি জানান, ‘গ্যারি (কার্স্টেন) কানেকশন ক্যাম্পের দারুণ একটি ধারণা চালু করেছিলেন। এখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতেন পাকিস্তান ক্রিকেটের সংশ্লিষ্টরা। এমন এক সভায় থাকতে আমি অস্ট্রেলিয়া থেকে আসি, গ্যারি আসেন দক্ষিণ আফ্রিকা থেকে। অথচ (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সেখানে যুক্ত হন জুমে (অনলাইন প্ল্যাটফর্ম)।’



গিলেস্পি বলেন, ‘তিনি (নাকভি) লাহোরেই ছিলেন, কিন্তু তবুও তিনি আসেননি। অথচ আফ্রিকা থেকে চলে আসতে হয়েছে গ্যারিকে। তখনই আমাদের মনে হয়েছিল, মাত্র ২০ মিনিট দূরত্বের পথ পাড়ি দিতে পারলেন না সভাপতি– এটি কিছুটা অস্বাভাবিকই বটে!’ পিসিবির আয়োজনে গত বছরের ২৩ সেপ্টেম্বর ওই সভা হয়েছিল। যার লক্ষ্য ছিল জাতীয় দলের অভ্যন্তরীন যোগাযোগ, সমন্বয় ও পারফরম্যান্সে উন্নতি করা। কানেকশন ক্যাম্পে উপস্থিত ছিলেন পাকিস্তানের ৮ তারকা– বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সৌদ শাকিল, শাদাব খান ও শান মাসুদ।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যায় পাকিস্তান। দুই দলের টেস্ট সিরিজ শুরুর আগেরদিনই হঠাৎ করে টেস্ট কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গিলেস্পি। যার কারণ হিসেবে তিনি পিসিবিকে জানান, হাই-পারফরম্যান্স (এইচপি) দলের কোচ টিম নিলসনকে বরখাস্ত করার বিষয়টি এতে ভূমিকা রেখেছে। গিলেস্পি বলেন, ‘আমি এইচপি দলের কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে একেবারে কিছুই জানতাম না। গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমি চিন্তিত ছিলাম, এরই মাঝে যখন নিলসনের বরখাস্তের বিষয় জানলাম, ওই সময় আমার অনুভূতি জাগে– “তারা আসলেই আমাকে চাকরি চালিয়ে যেতে দেবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে।”’

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গিলেস্পি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১টি টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলেছেন। পাকিস্তানের কোচ হওয়ার পর পিসিবির সঙ্গে তার যোগাযোগে ঘাটতি ছিল বলে আগেই জানিয়েছিলেন তিনি। এরই মাঝে ২০২৪ সালের অক্টোবরে নিজের মেয়াদের মাত্র ৬ মাসের মাথায় পদত্যাগ করেন পাকিস্তানের সাদা বলের কোচ কার্স্টেন। পিসিবি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানান সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। এরপর তার বদলে অন্তর্বর্তীকালের জন্য বাকি দুই ফরম্যাটেরও কোচ হন গিলেস্পি। তবে সেটিও স্থায়ী হয়নি, আচমকা দায়িত্ব ছাড়েন ডিসেম্বরে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরতে পারে: রুমিন ফারহানা Dec 14, 2025
জয়া-রুনাকে নিয়ে চুমকির বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় Dec 14, 2025
দুই বছর অপেক্ষার পর ধামাকা এন্ট্রি দিয়ে ফিরলেন ফারিয়া Dec 14, 2025
সমুদ্রসৈকতে মিমের আবেদনময়ী লুক নেটমহলে তোলপাড় Dec 14, 2025
মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি Dec 14, 2025
img
‘প্রতি সপ্তাহে কোরিয়া যাই’- ফের আলোচনায় তান্যা মিত্তল Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা : প্রধান উপদেষ্টা Dec 14, 2025
img
হানিমুন শেষে উচ্ছ্বসিত সামান্থা, স্বামীর সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাইরাল Dec 14, 2025
img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025