চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবু বক্করকে (৪২) ২১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১২ জুন) ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোফাফ্ফর হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
             
        
র্যাব জানায়, ২০০৪ সালে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আবু বক্করের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন।
এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর আবু বক্করকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএন/টিকে