জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯ ক্রেডিটের নতুন আইসিটি কোর্স চালুর পরিকল্পনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি শিক্ষায় ফ্রিল্যান্সিং-এআই যুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ আহমদ তৈয়্যব। দেশের আইসিটি খাতকে কাঠামোগতভাবে সুদৃঢ় ও টেকসই করতে বর্তমান সরকার নীতিগত ভিত্তি তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (১২ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এবারের বাজেটে আমি নতুন কোনো প্রকল্প চাইনি। আমাদের লক্ষ্য—যেসব পুরনো ও অপ্রয়োজনীয় ক্ষত রয়েছে, সেগুলো দূর করে একটি শক্ত ভিত্তি তৈরি করা।


তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের কাঠামোগত উন্নয়নের জন্য ডেটা, ক্লাউড সিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) সংশ্লিষ্ট খাতে নীতিমালার ভিত্তি তৈরির কাজ চলমান রয়েছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের সরকারগুলো আইসিটি খাতকে আরো সমৃদ্ধ করতে পারবে।


ফ্রিল্যান্সারদের জন্য প্রণোদনা পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছর থেকেই যেন আবারো ফ্রিল্যান্সার প্রণোদনা চালু হয়, সেই লক্ষ্যে কাজ করছি।


এবারের বাজেট প্রস্তাবনায় ডিজিটাল লেনদেনে ভ্যাট বৃদ্ধির বিষয়ে  তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ওপর ভ্যাট আরোপ অনৈতিক। আমি চাই এগুলো পুরোপুরি ফ্রি হোক।


তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষ থেকে ৯ ক্রেডিটের একটি আইসিটি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।


এই কোর্সে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তোলা যায়।

প্রবাসীদের সুবিধার্থে সরকার বেশ কিছু ডিজিটাল সেবা যেমন—পাসপোর্ট ভেরিফিকেশন, পাওয়ার অব অ্যাটর্নি, বিবাহ সনদ ইত্যাদি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নিচ্ছে বলেও তিনি জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, মিশন উপ-প্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান এবং প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম, যিনি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।


সভায় অংশ নেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপি প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম ও তোফায়েল আহমদ এবং সাংবাদিক আবু তাহিরসহ অনেকে।


কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাহানারার অভিযোগে বরখাস্ত করাসহ যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি Nov 07, 2025
img
পাঁচ বলের খেলায় জীবনের মানে খুঁজলেন জিৎ Nov 07, 2025
img
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি Nov 07, 2025
img
নতুন লুকে বনানীতে জনসমাগমে শাকিব Nov 07, 2025
img
ঐক্য ও দেশপ্রেমে জাতি সব বাধা অতিক্রম করতে পারে : চসিক মেয়র Nov 07, 2025
img
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব: নাহিদ ইসলাম Nov 07, 2025
img
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই : প্রেস সচিব Nov 07, 2025
img
বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির Nov 07, 2025
ভোলার বিভিন্ন মাছ ঘাটে বসছে সামুদ্রিক মাছের হাট Nov 07, 2025
রিজুর গান যেখানে মিশে আছে ভালোবাসা, সুর আর স্বপ্ন Nov 07, 2025
img
বয়স নয়, স্থবিরতাই বার্ধক্যের চিহ্ন: হৃতিক রোশন Nov 07, 2025
img
এক বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে Nov 07, 2025
img
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Nov 07, 2025
img
কোন সেলিব্রেটির বাগদানের আংটি সবচেয়ে দামী? Nov 07, 2025
img
ভোটের রাজনীতিতে প্রতিটি মানুষের ভোট মূল্যবান : জাহেদ উর রহমান Nov 07, 2025
img
শ্রীলীলার ক্যারিয়ারে নতুন মোড় ‘পরাশক্তি’ Nov 07, 2025
img
জাল নোটের উৎস অনুসন্ধানে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Nov 07, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির Nov 07, 2025
img
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার Nov 07, 2025