নতুন রূপে ‘তারে জমিন পার’ কেন বানালেন আমির?

আমির খানকে দেখে কেউই হয়তো বলবে না, তিনি খুব আবেগপ্রবণ মানুষ। কিন্তু যখন নিজের শৈশবের গল্প বলতে শুরু করেন, বোঝা যায় ভিতরটা কতটা নরম, কতটা গল্পপ্রীতিতে গড়া মানুষ তিনি।

“আমি যখন পাঁচ-ছয় বছরের, তখন বাবার ঘরে বসে লেখকদের গল্প শোনাতাম। বুঝতাম না তখন কী হচ্ছে, কিন্তু পরে বুঝেছি ওটাই ছিল আমার গল্প শেখার ক্লাস,” বলেন আমির।

এত বছর পরও গল্পই ঘিরে রেখেছে তাঁকে। ‘সিতারে জমিন পার’ দিয়ে তিনি আবার ফিরেছেন। না, কোনও মারপিট, তারকাবহুল ছবি নয়। বরং এমন এক সিনেমা, যেখানে দশজন নিউরোডাইভার্জেন্ট শিশুর জীবনে আসে এক বদরাগী কোচ, আর সেই কোচকেই পাল্টে দেয় ওরাই।

এই ছবিকে অনেকে ‘তারে জমিন পার’-এর আত্মিক ধারাবাহিকতা বলছেন। তবে আমির বলেন, “সেই ছবিতে শিক্ষক শিশুকে সাহায্য করেছিল। আর এবার? শিশুরাই সাহায্য করে কোচকে।”

সিনেমায় আমির একজন বাস্কেটবল কোচ, যাঁকে ড্রিংক ড্রাইভের কারণে শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিস করতে হয়। তাঁকে প্রশিক্ষণ দিতে হয় নিউরোডাইভার্জেন্ট প্রাপ্তবয়স্কদের।এই গল্প বেছে নেওয়ার কারণ? আমির বলেন, “গল্পটা আমাকে খুশি করেছিল। আমার ভেতরে কিছু নরম করেছিল। নিউরোডাইভার্জেন্স নিয়ে আমার ভাবনাটা বদলে গিয়েছিল। এটাই টেনেছিল আমাকে।”

‘লাল সিং চাড্ডা’ ঠিকমতো চলেনি। অনেকে বলেছিল, এবার ফিরে এসো অ্যাকশন ফিল্মে। সেগুলো তো এখন দারুণ চলছে। আমির হাসতে হাসতে বলেন, “কিন্তু আমি বাস্তববাদী না। এই স্ক্রিপ্টটা এমনভাবে আমাকে ঘিরে ধরেছিল, আর কিছু করার কথা ভাবতেই পারিনি।”

সিনেমাটা হাসায়। কিন্তু সে হাসির মধ্যেই লুকিয়ে থাকে একটা মায়া, একটা স্পর্শ। “আমি চাই, দর্শক হাসুন। তারপর ছবির কোনও এক জায়গায় মনে হোক আরে! এটা তো আমাকে কোথাও ছুঁয়ে গেল,” বলেন আমির।এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সমাজে সবার জন্য জায়গা হোক, একসঙ্গে থাকা শেখা হোক শৈশব থেকেই।

আমির বলেন, “খুব ছোটবেলা থেকেই নিউরোডাইভার্জেন্ট শিশুদের আলাদা করে দেওয়া হয়। ওরা বিশেষ স্কুলে যায়, ‘মেইনস্ট্রিম’ থেকে কেমন যেন ছিটকে পড়ে। এতে ওদের ক্ষতি যেমন হয়, তেমনি আমাদেরও।”

তার কথা, “নিউরোটিপিক্যাল শিশুরা শেখে না সহানুভূতি, মজা ভাগ করে নেওয়া, ভিন্নতা মেনে চলা। আর নিউরোডাইভার্জেন্ট শিশুরা পায় না বন্ধুত্ব, সুযোগ কিংবা স্বাভাবিক জীবন। পরিবর্তনটা শুরু হোক স্কুল থেকেই।”

এই সিনেমার জন্য ১০ জন নিউরোডাইভার্জেন্ট শিল্পীকে কাস্ট করা হয়েছে, যাঁদের ৯ জন প্রথমবার ক্যামেরার সামনে এসেছেন।“অডিশন, রিহার্সাল, সবই করেছি নিয়মমাফিক। কিন্তু ওদের যে প্রাণশক্তি, উচ্ছ্বাস, নিঃস্বার্থ মনোভাব—সেটা আমাদের সবাইকে ছুঁয়ে গিয়েছে,” বলেন আমির।

তিনি আরও জানান, “কেউ দেরি করেনি, বাড়তি সুবিধা নেয়নি। বরং ওদের পেশাদারিত্ব আমাদের সবাইকে আরও ভালো করে তুলেছে। গোপি নামের একজন অভিনেতা তো হিন্দি-ই জানতেন না, কেরালার ছেলে। তবুও কী অসাধারণভাবে অভিনয় করল!”

গুলশন নামের কোচের চরিত্রে আমির নিজেই জানালেন, তিনি আসল জীবনে যা নন, এই চরিত্রটি তাই-ই।“ও অসভ্য, আত্মকেন্দ্রিক, অদ্ভুতরকম রূঢ়। আমি তো শিখেই বড় হয়েছি, কিভাবে ভদ্র হতে হয়। তাই চরিত্রটা করতে গিয়ে এমন অনেক কিছু বলেছি, যা বাস্তবে বলতেই পারতাম না,” বলেন তিনি, হেসে।

‘তারে জমিন পার’, ‘পিপলি লাইভ’ বা ‘দঙ্গল’ যেমন ছবি করেছেন, তাতে অনেকেই মনে করেন, আমির শুধু ‘বার্তাবাহী সিনেমা’ করেন।কিন্তু আমির হেসে বলেন, “দিল্লি বেলি দেখেছেন তো? সেখানে তো কোনও বার্তাই নেই! আমি সবরকম গল্প পছন্দ করি। কিন্তু যখন গল্পটা একসাথে শক্তিশালী ও সামাজিকভাবে প্রাসঙ্গিক হয় তখন সেটা আমাকে খুব টানে।”

এখনও পর্যন্ত একটা ঘরানার ছবি করেননি আমির হরর।“আমি খুব ভয় পাই। কখনও শেষ করেই উঠতে পারি না,” বলেন তিনি মজা করে।

পরিচালক আরএস প্রসন্ন সম্পর্কে তিনি বলেন, “ও খুব সংবেদনশীল, ধৈর্যশীল। কোনও তাড়াহুড়ো করে সিনেমা করেন না। ওর ধৈর্যটা দারুণ। ও নতুন শিল্পীদেরও অসাধারণভাবে পরিচালনা করেছে।”

জিজ্ঞেস করা হয়, সিনেমা না করলে কী করতেন? আমির বলেন, “হয়তো খেলাধুলার কোচ হতাম, অথবা শিক্ষক। অনেকে বলে আমি ব্যাখ্যা করতে পারি ভালোভাবে। কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেকে গল্প ছাড়া আর কোথাও ভাবতেই পারি না। গল্পই আমার ঠিকানা।”

‘সিতারে জমিন পার’ যেন সেই সিনেমাগুলোর একটি, যেগুলো আমাদের আবার মনে করিয়ে দেয় আমরা কেন আমির খানকে ভালোবাসি। তিনি শুধু একজন তারকা নন, একজন গল্পকার।

সাক্ষাৎকারের শেষে, যেভাবে শুরু করেছিলেন, ঠিক সেভাবেই আবেগঘন কণ্ঠে বলেন, “আমি সিনেমার জাদুতে বিশ্বাস করি। আর আমার দর্শকদেরও বিশ্বাস করি।”

বহু বছর পরেও, তিনি এখনও চান আমরা কিছু অনুভব করি। সত্যি বলতে, এতটুকুই তো যথেষ্ট।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025
img
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন Dec 14, 2025