ফেনীতে ২২৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করছে সরকার

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেনীতে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২২৩টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলার বেশিরভাগই দায়ের হয়েছিল বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে ফেনী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, সরকার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় ফেনী জেলার এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ফেনীর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে প্রথম ধাপে ২২৩টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এসব মামলায় প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত ছিল। অনেকে ইতোমধ্যেই কারাভোগ করেছেন। আমরা বাকি মামলাগুলোও দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

পিপি মেজবাহ উদ্দীন খান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া হয়রানিমূলক রাজনৈতিক মামলা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ধাপে ধাপে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। ফেনী জেলা থেকে ৪৫৬টি মামলা প্রত্যাহারের প্রস্তাব পাঠানো হয়েছিল, তার মধ্যে ২২৩টি মামলার প্রত্যাহার ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এসব মামলার বেশিরভাগই ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে দায়ের করা। বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে-পরে বিপুলসংখ্যক গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়। এই সিদ্ধান্ত নেতাকর্মীদের দীর্ঘদিনের হয়রানি ও সামাজিক প্রতিকূলতা কিছুটা হলেও লাঘব করবে।

এদিকে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, বছরের পর বছর ধরে বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছে, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। আমার বিরুদ্ধেও ৬৫-৭০টি মামলা হয়েছে, একাধিকবার কারাগারে গেছি। এ ধরনের উদ্যোগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আশার আলো দেখায়। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025
img
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন Dec 14, 2025