আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে পূর্বঘোষিত অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

সমাবেশ থেকে অধ্যাদেশ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে অধ্যাদেশ বাতিল না হয়, তাহলে রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করবেন কর্মচারীরা। কোনো উপদষ্টো অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলে তার পদত্যাগ দাবি করা হবে।

বৃহস্পতিবারের সমাবেশ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর মোর্চা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবীর ও কো-চেয়ারম্যন নুরুল ইসলাম যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেন। আর নতুন সাত দফা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম।

বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে সংক্ষপ্তি সমাবেশ করেন কর্মচারীরা। এরপর তারা ৪ নম্বর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন। কিছু সময় পর আবার তারা ৬ নম্বর ভবনের সামনে যান। সেখান থেকে ফের ৪ নম্বর ভবনের সামনে এসে অবস্থান নেন। সমাবেশে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

সমাবেশে বাদিউল কবির বলেন, ‘আমরা সরকারি কর্মচারী। সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ। আমাদের তো রাস্তায় থাকার কথা নয়। আমাদের দাবি ছিল বিতর্কিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করতে হবে। কিন্তু এ নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। এখন আরও সাতটি দাবি নতুন করে সামনে এসেছে। আমরা দমে যাব না। থমকে দাঁড়াব না। আমরা পিছু হটব না।'

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় রোববার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।'

নুরুল ইসলাম বলেন, ‘আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কর্মচারীদের মনোভাব বুঝতে পারবে। আমরা অশান্তি চাই না।

যেসব আমলা সরকারকে এসব বাজে আইন বিধিবিধান প্রণয়নের বুদ্ধি দিয়েছেন, তাদের অপসারণ করতে হবে। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে। আমাদের কঠোর কর্মসূচির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা কারও পাতা ফাঁদে পা দিতে চাই না। আমাদের সব দাবি মানতে হবে। আগে বিতর্কিত সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিল করতে হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘১০-২০ গ্রেডের সব কর্মচারীর পদনাম পরিবর্তন করতে হবে; দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মাদক) ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মতো সচিবালয়ের একই গ্রেডের কর্মচারীদের রেশন দিতে হবে; অবিলম্বে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করতে হবে; আগের মতো টাইম স্কেল ও সিলিকশন গ্রেড প্রদান করতে হবে; রাষ্ট্রপতি ও প্রধান উপদষ্টোর কার্যালয়ের মতো কর্মচারীদের ২০ শতাংশ হারে টিপটপ ভাতা প্রদান করতে হবে; ১০০ ভাগ পেনশন এবং পেনশন গ্র্যাচুটির হার ১:৫০০ টাকা নির্ধারণ করতে হবে এবং সচিবালয়ের সব ব্লকপদ বিলুপ্ত করে সমপদ, মর্যাদা ও বেতন গ্রেডে অর্ন্তভুক্ত করতে হবে। এসব কর্মচারীদের প্রাণের দাবি, কোনো ধরনের বাহানা চলবে না।’

উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর আগে ২২ মে উপদষ্টো পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়।

২৪ মে থেকে আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসাবে অবহিত করছেন। ঈদের ছুটির পর সোমবার (১৬ জুন) ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। বৃস্পতিবারও তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
জাপানে ১০০ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ১ লাখ Sep 15, 2025
img
জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিলের প্রস্তাব জামায়াতের Sep 15, 2025
img
দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা Sep 15, 2025
img

কাতারের প্রধানমন্ত্রী

দ্বৈত নীতি বন্ধ করে ইসরায়েলকে শাস্তি দিন Sep 15, 2025
img
হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত Sep 14, 2025
img
লুৎফুজ্জামান বাবরকে স্যার স্যার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img

পাপিয়া

আমরা কি বাংলাদেশে রোহিঙ্গা! Sep 14, 2025
img
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ Sep 14, 2025
img
পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজার হাজার শিক্ষার্থী Sep 14, 2025
img
দীর্ঘ নয় বছর পর শিবচরে কমিটি ঘোষণা করলো বিএনপি Sep 14, 2025
ব্যাপক অভিযানে সৌদিতে গ্রেপ্তার ২১ হাজারেরও বেশি প্রবাসী Sep 14, 2025
img
৬ বিভাগে ভারি বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা Sep 14, 2025
img
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের Sep 14, 2025
img
রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস Sep 14, 2025
img
খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে : সারজিস আলম Sep 14, 2025
img
বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম Sep 14, 2025
img
দুনিয়ার যে কোনো আদালতে সাজা নিশ্চিত করা সম্ভব: চিফ প্রসিকিউটর Sep 14, 2025
img
বন্ড-পুঁজিবাজারকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্যোগ Sep 14, 2025
img
মিয়ানমার থেকে আসা ২ লাখ ৪০ হাজার মাদক দ্রব্য জব্দ Sep 14, 2025
নবীজির ওহীর ঘটনা | ইসলামিক জ্ঞান Sep 14, 2025