দাপট রয়েছে তাণ্ডবের, নেমে গেছে একাধিক ছবি

ঈদের মাত্র দুই সপ্তাহ পার হলো। অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। এরই মধ্যে তেজ কমে এসেছে ঈদের ছবিগুলোর। একাধিক ছবি নেমে গেছে হল থেকে।

‘তাণ্ডব’ ও ‘উৎসব’ বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। রায়হান রাফীর ‘তাণ্ডব’ শুরু থেকেই চলছে বেশ। তবে শুরুতেই হোঁচট খায় আলোক হাসানের টগর।

মুক্তির দুদিন পরই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায় ছবিটি। সিঙ্গেল স্ক্রিনেও সুবিধা করতে পারেনি আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এ ছবি।

শুরুতে ‘তাণ্ডব’-এর পর এগিয়ে ছিল সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। দ্বিতীয় সপ্তাহে এটিও পিছিয়ে পড়ে।

আর এ সপ্তাহে তো অবস্থা বেগতিক। মিঠু খানের ‘নীলচক্র’ দিয়ে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ। সম্ভাবনা ও ঝুঁকি, দুটোই ছিল। শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে এসে ছবিটির হল ও শোসংখ্যা তলানিতে।
নেমে গেছে বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকেও। এ ছাড়া সানী সানোয়ারের ‘এশা মার্ডার-কর্মফল’ ছবিটি টুকটাক প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে আলো ছড়াতে পারেনি। এটিও নেমে গেছে একাধিক মাল্টিপ্লেক্স থেকে।

গতকাল শুরু হয়েছে ঈদের ছবির তৃতীয় সপ্তাহ। এ সপ্তাহেও হল ও শোসংখ্যায় বেশ এগিয়ে ‘তাণ্ডব’। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৪০টি শো চলছে ছবিটির। যদিও গত সপ্তাহে অঙ্কটা ছিল ৪৬। অর্থাৎ কমেছে। শো কমেছে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসেও। এ দুটি মাল্টিপ্লেক্সে গত সপ্তাহে ‘তাণ্ডব’-এর শো ছিল যথাক্রমে ৯টি ও ১৩টি। এ সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ছয়টি ও আটটিতে। তবে শো কমলেও সেগুলোতে দর্শকের সমাগম হচ্ছে। সিনেপ্লেক্সে ছবিটির গতকালের শোগুলো প্রায় হাউসফুল ছিল।


চমকপ্রদভাবে ঈদের ছবি হিসেবে এগিয়ে গেছে তানিম নূরের ‘উৎসব’। ঈদের সবচেয়ে প্রশংসিত ছবিও এটি। শোবিজের তারকা থেকে সাধারণ দর্শক, সবাই ছবিটির প্রশংসা করছেন। এর ফলে ‘উৎসব’-এর শো বেড়েছে হুহু করে। গত সপ্তাহে সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল ১৩টি; এ সপ্তাহে বেড়ে হয়েছে ১৯টি। ব্লকবাস্টার সিনেমাসে চলছে প্রতিদিন চার শো এবং লায়ন সিনেমাসে দুটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দ্বিতীয় সপ্তাহ বেশ ভালো গেছে। তৃতীয় সপ্তাহের শুরুটাও ভালো। দর্শক আসছেন, ছবি এনজয় করছেন। বিশেষ করে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ ভালো যাচ্ছে। বাকি ছবিগুলোর দর্শক হচ্ছে না তেমন। তবু কিছু শো রেখেছি। ‘উৎসব’-এর দর্শক প্রতিনিয়ত বাড়ছে। আমাদের প্রত্যাশা এ ধারা আরো কিছুদিন থাকবে। অন্তত চতুর্থ ও পঞ্চম সপ্তাহ পর্যন্ত ছবি দুটির চাহিদা ভালো থাকবে।”

সিঙ্গেল স্ক্রিনে ছবিগুলোর অবস্থা আরো বেগতিক। দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ ‘মণিহার’-এ দর্শক হচ্ছে না বললেই চলে। হলটির বুকিং ম্যানেজার আলী আকবর সোহাগ বলেন, “আমরা ‘তাণ্ডব’ চালাচ্ছি। খুব খারাপ অবস্থা। ছবিটা পাইরেসি হয়ে গেছে তো। একেবারে ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে গেছে চারদিকে। এ কারণে দর্শক একেবারেই হচ্ছে না। শুধু আমাদের এখানে না, পুরো দেশে একই অবস্থা। আমরা তো খবরাখবর রাখি। আমরা ছবিটা নামিয়ে দিতাম। কিন্তু এ সপ্তাহে নতুন ছবি দিচ্ছে না সার্ভার কর্তৃপক্ষ [জাজ মাল্টিমিডিয়া]। কারণ পাইরেসির দায় কেউ কেউ জাজকে দিচ্ছে। কিন্তু তারা কেন এটা করবে? এটা তো তাদের ব্যবসা। পাইরেসি হলে তো নিজেদেরই ক্ষতি। এ জন্য এ সপ্তাহেও ‘তাণ্ডব’ চালাতে হচ্ছে আমাদের। আগামী সপ্তাহে ‘উৎসব’ চালাব। সঙ্গে আরো একটি ছবিও নেব, ওটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।”

পুরান ঢাকার লায়ন সিনেমাসেও দর্শক কমে গেছে। সে কারণে প্রতিটি ছবির শো কমিয়ে আনা হয়েছে। তবে এ সপ্তাহের সেলরিপোর্ট দিতে পারেননি হলটির কর্ণধার মির্জা আব্দুল খালেক। পারিবারিক ব্যস্ততায় তিনি দু-তিন দিন ধরে টিকিট বিক্রির খবর নিতে পারেননি বলে জানান।

দেশের বাজারে ঈদের ছবির আঁচ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও চলছে ‘তাণ্ডব’। অন্যদিকে ‘উৎসব’-এর আমেজ আরো বেশি। গতকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। যা দেশের চেয়েও ঢের বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও ছবিটি সাদরে গ্রহণ করবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

জয়া-রুনাকে নিয়ে চুমকির বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় Dec 14, 2025
দুই বছর অপেক্ষার পর ধামাকা এন্ট্রি দিয়ে ফিরলেন ফারিয়া Dec 14, 2025
সমুদ্রসৈকতে মিমের আবেদনময়ী লুক নেটমহলে তোলপাড় Dec 14, 2025
মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি Dec 14, 2025
img
‘প্রতি সপ্তাহে কোরিয়া যাই’- ফের আলোচনায় তান্যা মিত্তল Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা : প্রধান উপদেষ্টা Dec 14, 2025
img
হানিমুন শেষে উচ্ছ্বসিত সামান্থা, স্বামীর সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাইরাল Dec 14, 2025
img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025