টেস্টে শতক এবং ছক্কায় ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর পোশাক বদলালেও পন্ত খেললেন আরও একটা দারুণ সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে ইতিহাস গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছেন পন্ত। সেঞ্চুরির হিসাবে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল উইকেটরক্ষক-ব্যাটারের খেতাব এখন তার দখলে। টপকে গেলেন ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষকের স্বীকৃতি পাওয়া মহেন্দ্র সিং ধোনিকে।

ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এতদিন ধোনির সঙ্গে ভাগাভাগি করছিলেন পন্ত। এদিন ক্যারিয়ারের সপ্তম শতকে পৌঁছে পেছনে ফেলেছেন এমএস ধোনি ৬টি শতককে। এছাড়া ঋদ্ধিমান সাহার আছে ৩টি শতক।

২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেয়া ধোনির ৬টি টেস্ট সেঞ্চুরি ১৪৪ ইনিংসে। পন্ত তাকে ছাড়িয়ে গেলেন ৭৬ ইনিংসে খেলেই। উইকেটকিপার হিসেবে বিশ্ব ক্রিকেটে পন্তের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল তিন জনের- লেস অ্যামিস (৮), অ্যান্ডি ফ্লাওয়ার (১২) ও অ্যাডাম গিলক্রিস্ট (১৭)।

আরও এক সূচকে ধোনিকে ছাড়িয়ে গিয়েছেন ঋষভ পন্ত। টেস্টে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ধোনিকে টপকেছেন তিনি। ধোনির ছক্কা ছিল ৭৮টি। আর পন্ত আজ পেয়েছেন ৭৯তম ছক্কা। সবচেয়ে বেশি ১০০ ছক্কা আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের।

এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও এখন পন্তের দখলে। দেশটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার ৫৬টি ছক্কার রেকর্ড পিছনে ফেলে পন্তের ছক্কা এখন ৬২টি, যদিও পন্ত খেলেছেন রোহিতের চেয়ে ৬টি ম্যাচ কম। এই তালিকায় বর্তমানে তার ওপরে কেবল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (৮৩ ছক্কা, ৫৪ ম্যাচে)।

সেঞ্চুরির পথে পান্ত গড়েছেন আরও দুটি বড় মাইলফলক। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনে এশিয়ার সবচেয়ে সফল উইকেটরক্ষক ব্যাটার এখন তিনিই। পাশাপাশি পূর্ণ করেছেন ৩ হাজার টেস্ট রান, যা ভারতের হয়ে উইকেটরক্ষক হিসেবে শুধুমাত্র ধোনির পরেই তাকে রেখেছে।

এশিয়ান উইকেটরক্ষক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান ভারতের ধোনির (৪ হাজার ৮৭৬ রান)। মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ব্যাট করে আদায় করেছেন ৩ হাজার ৫১৫ রান। শ্রীলংকার কুমার সাঙ্গাকারা টেস্টে উইকেটকিপার থাকা অবস্থায় করেছেন ৩১১৭ রান। এরপরেই আছে ঋষভ পন্তের ৩ হাজার ৮২ রান।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরতে পারে: রুমিন ফারহানা Dec 14, 2025
জয়া-রুনাকে নিয়ে চুমকির বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় Dec 14, 2025
দুই বছর অপেক্ষার পর ধামাকা এন্ট্রি দিয়ে ফিরলেন ফারিয়া Dec 14, 2025
সমুদ্রসৈকতে মিমের আবেদনময়ী লুক নেটমহলে তোলপাড় Dec 14, 2025
মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি Dec 14, 2025
img
‘প্রতি সপ্তাহে কোরিয়া যাই’- ফের আলোচনায় তান্যা মিত্তল Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা : প্রধান উপদেষ্টা Dec 14, 2025
img
হানিমুন শেষে উচ্ছ্বসিত সামান্থা, স্বামীর সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাইরাল Dec 14, 2025
img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025