সাড়ে ৪ হাজার বছর আগে চীনে নারীর শাসন!

প্রাগৈতিহাসিক সমাজব্যবস্থা নিয়ে গবেষণায় নতুন এক যুগান্তকারী আবিষ্কারের খবর দিয়েছেন বিজ্ঞানীরা। চীনের পূর্বাঞ্চলের ফুজিয়া নামক একটি প্রত্নতাত্ত্বিক স্থানে সম্প্রতি পাওয়া ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে, প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে এই অঞ্চলে গড়ে উঠেছিল এক পরিপূর্ণ মাতৃতান্ত্রিক সমাজ। অর্থাৎ, সমাজের নেতৃত্বে ছিলেন নারী এবং বংশ পরম্পরা নির্ধারিত হতো মায়ের দিক ধরে।

ফুজিয়া এলাকার প্রাচীন আবাসস্থলের দুই প্রান্তে, উত্তর ও দক্ষিণে, প্রায় ১০০ মিটার দূরত্বে অবস্থিত দুটি সমাধিস্থল থেকে প্রাপ্ত কঙ্কালের বিশ্লেষণেই এই তথ্য উঠে আসে। প্রায় ৫০০টির বেশি সমাধি খনন করে রেডিওকার্বন বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন, সমাধিগুলোর বয়স ২৭৫০ থেকে ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে।
 
গবেষণায় ব্যবহৃত হয় মোট ৬০টি কঙ্কালের জিনগত উপাদান। এর মধ্যে ১৪টি ছিল উত্তর সমাধিস্থল থেকে, আর ৪৬টি দক্ষিণ দিকের সমাধি থেকে সংগ্রহ করা হয়। গত ৪ জুন আন্তর্জাতিক গবেষকদের একটি দল বিশ্বখ্যাত জার্নাল নেচার-এ এই বিশ্লেষণ প্রকাশ করেন।

সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি উঠে এসেছে, তা হলো—উত্তরের ১৪ জন এবং দক্ষিণের ৪৪ জনের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ছিল অভিন্ন। উল্লেখ্য, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেবলমাত্র মাতার মাধ্যমে সন্তানের শরীরে স্থানান্তরিত হয়। অর্থাৎ, এই ব্যক্তিদের সমাধিস্থ করা হয়েছে মাতৃবংশ ধরে।


 
এই ডিএনএ মিল সমাজের মাতৃতান্ত্রিক কাঠামোর সরাসরি ইঙ্গিত দেয়। গবেষকরা বিশেষভাবে উল্লেখ করেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে মাতৃবংশ ধরে সমাহিত করার এই প্রবণতা—বিশেষত কিশোর ও প্রাপ্তবয়স্ক পুরুষদের মায়ের বংশ অনুসারে কবর দেওয়ার বিষয়টি। একটি সুসংগঠিত ও রীতিনীতিমাফিক চালিত সমাজব্যবস্থার প্রতিচ্ছবি।
 
অন্যদিকে, পুরুষ কঙ্কালগুলোর ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে দেখা গেছে, তাদের পিতৃসম্পর্কীয় জিনগত উপাদানে ছিল বিশাল বৈচিত্র্য। অর্থাৎ, পুরুষেরা বাইরের সম্প্রদায় থেকে আসতেন। কিন্তু সন্তানদের পরিচয়, লালন-পালন ও শেষযাত্রার সিদ্ধান্ত হত মায়ের দিক অনুযায়ী।

গবেষণায় আরও একটি বিতর্কিত বিষয় উঠে এসেছে—সমাজটিতে অন্তত ১০ প্রজন্ম ধরে আত্মীয়দের মধ্যে বিয়ের প্রবণতা ছিল। যদিও এটি আধুনিক দৃষ্টিকোণে অগ্রহণযোগ্য বিবাহপ্রথা, তবে গবেষকেরা বলছেন, ছোট, বিচ্ছিন্ন সমাজে এই ধারা প্রাকৃতিকভাবে গড়ে উঠতে পারে।

ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত বিশ্বের মাত্র তিনটি প্রাচীন সমাজে মাতৃতান্ত্রিক সমাজ পাওয়া গেছে—নিউ মেক্সিকোর চাকো ক্যানিয়ন, জার্মানির সেল্টিক অভিজাত শ্রেণি এবং ব্রিটেনের ডুরোট্রাইজ গোত্র।
 
গবেষক দল জানিয়েছে, ফুজিয়ার সমাজব্যবস্থা একেবারে অনন্য এবং পূর্ব এশিয়ার প্রস্তর যুগে জনগোষ্ঠীর মধ্যে এমন মাতৃতান্ত্রিক সমাজ এই প্রথম পাওয়া গেল। এ আবিষ্কার ছোট সমাজ থেকে বড় এবং জটিল সমাজব্যবস্থায় রূপান্তরের সময়কার সামাজিক ও পরিবেশগত বাস্তবতা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজাদের রাজত্ব করার দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে: সারজিস আলম Oct 11, 2025
img
বাগদান সারলেন তানজীব সারোয়ার Oct 11, 2025
img
সব শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা Oct 11, 2025
img
গাজায় যুদ্ধবিরতি হতে না হতেই, মধ্যপ্রাচ্যের দেশে ইসরায়েলের হামলা Oct 11, 2025
img
১৫ নয় ১৭ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ Oct 11, 2025
img
কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী Oct 11, 2025
img
ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সেটা সমতার: মির্জা ফখরুল Oct 11, 2025
img
চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম Oct 11, 2025
img
রোববার থেকে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু, হবে সরাসরি সম্প্রচার Oct 11, 2025
img
সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর Oct 11, 2025
img

মোস্তফা ফিরোজ

কমিশন কি পারবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে? Oct 11, 2025
img
নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মীর হেলাল Oct 11, 2025
img
সৈকতের নিভৃতে মাহিকার সঙ্গে দেখা গেল হার্দিককে Oct 11, 2025
img
গুমের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করলেন সালাহউদ্দিন Oct 11, 2025
img
সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয় : সাখাওয়াত হোসেন Oct 11, 2025
img
অপরাধীদের বিচার ও বাহিনী সংস্কার ছাড়া গণতন্ত্র অসম্ভব : আখতার Oct 11, 2025
মুনাফিকের ভয়াবহ পরিণতি | ইসলামিক জ্ঞান Oct 11, 2025
যেভাবে ইসলাম প্রচার করবেন | ইসলামিক টিপস Oct 11, 2025
১ মাসের মধ্যে শেষ হবে বিপিএল, থাকবে ৫ টা দল: ইফতেখার মিঠু Oct 11, 2025
বিপিএলে বড় পরিবর্তন, ফরচুন বরিশাল কি থাকবে মাঠে? Oct 11, 2025