কমনওয়েলথে ৪ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

২০২৬ সালে ব্রিটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেই গেমসে দশটি ডিসিপ্লিনে খেলা হবে। এর মধ্যে মাত্র চার ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) বিওএ নির্বাহী কমিটির সভায় অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্সে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২ আগস্ট গ্লাসগোতে অনুষ্ঠিতব্য গেমসে উন্মুক্ত কোটায় চার ডিসিপ্লিনে ১৫ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। ভারত্তোলন কোয়ালিফাই করা সাপেক্ষে গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবেন ৫ জন।

দক্ষিণ এশিয়ার বাইরে বড় আন্তর্জাতিক গেমসের মধ্যে একমাত্র কমনওয়েলথ গেমসেই বাংলাদেশের স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। বিশেষ করে শ্যুটিংয়ে একাধিক পদক রয়েছে এই প্রতিযোগিতায়। ২০১৮ গোল্ডকোস্ট গেমসে শ্যুটার শাকিল সর্বশেষ রৌপ্য পদক জেতেন। ২০২২ বার্মিংহাম গেমসে শ্যুটিং ও আরচ্যারি না থাকায় বাংলাদেশ পদকশূন্য ছিল। এবারও শ্যুটিং না থাকায় পদকের আশা সেই অর্থে নেই।

আজ বিওএ নির্বাহী কমিটির সভায় কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন চূড়ান্ত ছাড়াও আসন্ন এশিয়ান ইয়ুথ ও ইসলামিক সলিডারিটি গেমসের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। বক্সিং,কারাতে কাবাডি, উশু, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, শ্যুটিং ও ভারত্তোলন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে আসন্ন তিন গেমসে (এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি ও এসএ গেমস) সরকার থেকে বাজেট প্রাপ্তি সাপেক্ষে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

বিওএ’র ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২.৪০ কোটি টাকার সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৬.১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পরবর্তী সাধারণ সভায় উপস্থাপনের জন্য অনুমোদিত হয়। জুলাই ও অক্টোবরে দু’টি বার্ষিক সাধারণ সভা করবে বিওএ। গঠনতন্ত্র যুগোপযোগী করতে একটি বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদন নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাহী সভা অনুষ্ঠিত হবে।

নির্বাহী সভার আগে বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশের অধিক ফেডারেশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ময়মনসিংহে নির্মিতব্য অলিম্পিক ক্রীড়া কমপ্লেক্স, আসন্ন গেমসসহ ক্রীড়াঙ্গনের সামগ্রিক আলোচনা হয়। দেশের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না ফুটবল ফেডারেশনের সভাপতি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় উপস্থিত থেকে ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে মতামত দিয়েছেন। সভা শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে বেশ প্রাণবন্ত ও আন্তরিক আলোচনা হয়েছে। ক্রিকেটসহ সকল খেলা যেন আরও এগিয়ে যায় সবাই সবার অবস্থান থেকে মতামত দিয়েছেন। সামনে আমরা সবাই এক হয়েই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করব।’

ভারত্তোলন ফেডারশেনের সভাপতি মহিউদ্দিন আহমেদ পাঁচ দশকের বেশি সময় ক্রীড়াঙ্গনে। তিনি আজ সভার পর বলেন, ‘সব ফেডারেশনের সভাপতিই তাদের বর্তমান সমস্যা, ভবিষ্যত সম্ভাবনা এবং প্রয়োজনীয় সহায়তার কথা তুলে ধরেছেন। আমি কোচিং ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষণ সরঞ্জামের সমস্যাগুলোর কথা বলেছি। বিওএ সভাপতি অত্যন্ত আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
ফেডারেশনগুলোর সভাপতিদের নিয়ে বৈঠকে ব্যাবের (ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতিও উপস্থিত ছিলেন। ফুটবল, ক্রিকেট ও আরচ্যারি ছাড়া প্রায় সকল ফেডারেশনেই আর্থিক সংকট প্রকট। সেই ফেডারেশনগুলোর আর্থিক সহায়তায় ব্যাংকগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা চলছে। এমনটা জানান ভারত্তোলন ফেডারেশনের সভাপতি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025
img
দারিদ্র্য আর অশিক্ষা এক নয় বললেন অভিনেতা Dec 14, 2025