চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩০৮ বাংলাদেশি। এ ছাড়া আরো ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ জন, মদিনা ৩ জন ও জেদ্দার হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
সর্বশেষ গত বুধবার মারা যান পটুয়াখালী সদর উপজেলার মো. আ. রহমান জোমাদ্দার ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহাম্মদ আলী।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ৬৬ হাজার ৯৬৪টি। এ ছাড়া দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৩০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।
এতে আরো বলা হয়েছে, হজে গিয়ে মারা যাওয়া বাংলাদেশির মধ্যে ২৯ জন পুরুষ ও নারী ১১ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১২ জন, জেদ্দায় ২ জন ও আরাফায় একজন।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৩৯৭ জন হাজি দেশ ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪২টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।
এবার চাঁদ দেখা সাপেক্ষে গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে।
কেএন/টিকে