বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

শনিবার (২৮ জুন) শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৭তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

অধ্যাপক ডা. নাহরীন আখতার জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ৮ শত কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা।

এ বছর বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ১২৭ কোটি ৮৭ লাখ টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণ খাতে ১ কোটি ১০ লাখসহ গবেষণা ও প্রশিক্ষণে ৩৮ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) ৮৭ কোটি টাকা।

ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে পূর্ত সংরক্ষণে ৯ কোটি টাকা, পণ্য সেবার উপখাত সমূহে ২৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যন্ত্রাংশ (মূলধন) উপখাতে ৪০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বেতন বাবদ ২ শত ৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতাদি বাবদ ১ শত ৯০ কোটি ২৭ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরি খাতে ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেটে এ বছর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে সম্ভাব্য প্রাপ্য বরাদ্দের পরিমাণ ৫ শত ৬৮ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) হতে ১ শত ৪৪ কোটি ৮৬ লাখ টাকা এবং নিজস্ব আয় ধরা হয়েছে ১ শত ৩৫ কোটি টাকা।

সিন্ডিকেট সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা এবং গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ৮১ জন শিক্ষক, ৫৪৯ জন ছাত্রছাত্রীকে গবেষণার জন্য গ্র্যান্ট প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়া তরান্বিত করতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দিতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তথ্য ও প্রযুক্তিখাতে, ইনফেকশন কন্ট্রোল এবং বইপত্র ও সাময়িকী উপখাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।

সিন্ডিকেট সভায় এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর সদস্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা ও শিক্ষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, পিএইচডি, স্বাস্থ্য অধিফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
মেটার ল্যাবে যোগ দিতে সরাসরি ডাক জাকারবার্গের, মোটা অঙ্কের বেতন প্রস্তাব Jun 29, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাস Jun 29, 2025
img
ইরানে ফেলা বাংকার বাস্টারের ফুটেজ প্রকাশ পেন্টাগনের Jun 29, 2025
img
ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান Jun 29, 2025
img
বিতর্ক পেরিয়ে নতুন রূপে রজনীর কুলি Jun 29, 2025
img
উপজাতি নারীর গল্প নিয়ে আসছে 'মাইসা' ,প্রথম লুকে চমকে দিলেন রাশমিকা Jun 29, 2025
img
বুদ্ধিদীপ্ত চরিত্র বাছাইয়ে সবার থেকে আলাদা রাশ্মিকা Jun 29, 2025
img
নিজেকে শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান Jun 29, 2025
img
সন অফ সরদার টু-তে নতুন চমক মৃণাল ঠাকুর Jun 29, 2025
img
দেশে স্বর্ণের দাম আবার কমল, আজ থেকে কার্যকর নতুন মূল্য Jun 29, 2025
img
দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ Jun 29, 2025
img
জনতার হাতে তুলে দিয়ে হেনস্তা করাকে ন্যায়বিচার বলা চলে না : জোনায়েদ সাকি Jun 29, 2025
img
বার্সেলোনার কাছ থেকে ৮৫ কোটি টাকার বেশি পাচ্ছেন মেসি Jun 29, 2025
img
এই লোক তো প্রেস থেকে প্রেসার সচিব হয়ে গেছে : তুষার Jun 29, 2025
img
মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক Jun 29, 2025
img
জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না Jun 29, 2025
img
কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর গ্রেফতার Jun 29, 2025
img
গাজায় প্রকট হচ্ছে খাদ্য সংকট, অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু Jun 29, 2025
img
সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা Jun 29, 2025
img
বড় পর্দায় একসঙ্গে কৌশিক গাঙ্গুলী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরী Jun 29, 2025