মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ভবেরচর এলাকার হাসান রাবার ইন্ডাস্ট্রির বিপরীতে ঢাকামুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।
একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এরপরই দ্রুত গতির দুটি কাভার্ড ভ্যান পরপর ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় কাভার্ড ভ্যানের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।
কাভার্ড ভ্যানের চালক চাপা পড়েন। ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আটকেপড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। গাড়িতে থাকার আরও তিনজন আহত হয়। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর।
এই সময় মহাড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয়ার পর রাত দেড়টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত চালকের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনায় পড়া তিনটি গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এমআর/টিকে