মৃতব্যক্তি, প্রবাসী ও অনিয়মিত শ্রমিকদের নামের ভুয়া ব্যাংক হিসাব খুলে সরকারি টাকা আত্মসাৎ, চাষীদের প্রশিক্ষণের আয়োজন না করেই প্রশিক্ষণ ভাতা উত্তোলনসহ নানা অভিযোগে নোয়াখালী বিএডিসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়।
অভিযানে বিএডিসি নোয়াখালীর উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে আপন ভাইকে ঠিকাদার বানিয়ে মালামাল সরবরাহ না করা, মৃত প্রবাসী ও অন্যত্র কর্মরতদের শ্রমিক দেখিয়ে মজুরি উত্তোলন, প্রশিক্ষণের আয়োজন না করেই প্রশিক্ষণ ভাতা আত্মসাৎসহ নানা ধরনের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদকের টিম।
দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী জানান, নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও অভিযোগ রয়েছে। সেসকল অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করা হয়। ডকুমেন্টগুলো বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
আরআর/এসএন