ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমজমাট ম্যাচে একমাত্র গোলেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে শাবি আলোনসোর শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গন্সালো গার্সিয়ার দুর্দান্ত এক হেডেই ‘ডেডলক’ ভাঙে রেয়াল। সমতায় ফেরার জন্য জুভেন্টাস মরিয়া হয়ে উঠলেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে স্বস্তির জয় নিয়েই শেষ আটে পা রাখে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ দিয়েই চলতি আসরে প্রথমবার মাঠে নামেন কিলিয়ান এমবাপে। জ্বরের কারণে আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। তবে মাঠে নেমে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। তবে জালের দেখা পেয়েছে কেবল গার্সিয়ার হেড থেকে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো ছিল অনেকটাই নিষ্প্রভ।
তবে ম্যাচের প্রথম বড় সুযোগ এসেছিল জুভেন্টাসেরই। সপ্তম মিনিটে কেনান ইলডিজের ফ্লিকে থ্রু পাস পেয়ে রুডিগারকে ছাপিয়ে এগিয়ে যান কোলো মুয়ানি। কোর্তোয়ার একেবারে সামনে গিয়ে তার চিপ শটটি ক্রসবার ঘেঁষে উপরের জালে লাগে।
রেয়ালের পক্ষে ২৯তম মিনিটে সবচেয়ে পরিষ্কার সুযোগটি পেয়েছিলেন জুড বেলিংহ্যাম। ভালভের্দের পাস থেকে ছোট বক্সের মধ্যে শট নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষকের গায়ে লেগে বল গোললাইনের কাছ থেকে ফেরান দানিয়েল রুগানি। ৩৭তম মিনিটে গিলেরের ক্রসে চুয়ামেনি ও হাউসেন সুযোগ পেয়েও গোল করতে পারেননি। বিরতির ঠিক আগে বেলিংহ্যামের একটি লং রেঞ্জ শটও রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক মিশেল দি গ্রেগরিও। দ্বিতীয়ার্ধে এসে রেয়ালের চাপ আরও বাড়তে থাকে। ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে উড়াল দিয়ে দুর্দান্ত এক হেডে রিয়ালকে এগিয়ে দেন গার্সিয়া।
চলতি আসরে এটি তার তৃতীয় গোল। গোল হজম করার পরপরই সমতায় ফেরার সুযোগ ছিল জুভেন্টাসেরও। ফ্রান্সিসকোর শটটি ঠেকান কোর্তোয়া। অন্যদিকে ভালভের্দের ওভারহেড কিকও ফিস্ট করে ফেরান দি গ্রেগরিও। ৬৮তম মিনিটে গার্সিয়াকে তুলে মাঠে নামানো হয় এমবাপেকে। দর্শকদের উল্লাসে মাঠে নামলেও নিজের ছন্দে ছিলেন না পিএসজি থেকে আসা এই তারকা। তবে ৭২তম মিনিটে তার ক্রসে গিলেরের বুলেট গতির শট রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক। ৭৫তম মিনিটে দ্বিতীয় কুলিং ব্রেকের পর আবার আক্রমণে ওঠে রিয়াল। চুয়ামেনির শটও রুখে দেন দি গ্রেগরিও।
ম্যাচের একেবারে শেষ দিকে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস, তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি। শেষ পর্যন্ত গার্সিয়ার হেডেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দারুণ এক জয় নিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।
পিএ/টিএ