শেষ হলো ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। বেশকিছু চমকপ্রদ ফল এসেছে শেষ ষোলোর পর্ব থেকে। সেসবের মধ্যে অবশ্যই থাকবে ম্যান সিটি ও ইন্টারের বিদায়। আবার ইন্টার মায়ামির হতাশাজনক পারফরমেন্স দেখেও সকলে অবাক হয়েছে। এবার এক নজরে দেখে নেয়া যাক ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে।
ক্লাব বিশ্বকাপের শেষ আটে দুইটি করে জার্মান ও ব্রাজিলের ক্লাব জায়গা করে নিয়েছে। এছাড়া, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও সৌদি আরব থেকে একটি করে ক্লাব টিকিট কেটেছে কোয়ার্টারের। জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড শেষ আটে উঠেছে। সবাইকে চমকে দিয়ে ব্রাজিলের দুইটি ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্স শেষ আটে উঠেছে।
বাকি যে চার ক্লাব শেষ আটের টিকিট কেটেছে তারা হচ্ছে—চেলসি, আল হিলাল, পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান বিদায় নিয়েছে।
এদিকে ক্লাব বিশ্বকাপের শেষ আটে দুইটি ম্যাচের দিকে সকলের নজর থাকবে। ৫ জুলাই পিএসজির মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। একই দিন (বাংলাদেশ সময় রাত ২টায়) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।
বাকি দুই ম্যাচের একটিতে লড়বে আল হিলাল ও ফ্লুমিনেন্স এবং চেলসি ও পালমেইরাস। ব্রাজিলের ক্লাবগুলো এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে দারুণ খেলছে। ফলে অনেকেই এই ম্যাচগুলোও বেশ উপভোগ করবে।
এফপি/এসএন