শুরু থেকেই দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের পর তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাজঘরে লঙ্কানদের তিন ব্যাটার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (২ জুলাই) টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৩৪ রান। ১৩ বলে ২০ রানে কুশল মেন্ডিস আর ১০ বলে ৪ রানে চারিথ আসালাঙ্কা অপরাজিত আছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে তাই এগিয়ে থাকতে চায় লাল সবুজরা। টস হারলেও বল হাতে শুরুতে দলকে ভালো কিছুর আভাস-ই দিচ্ছেন বোলাররা। প্রথম তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ ওভার দেওয়ার পর চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন তানজিম সাকিব। টাইগার পেসারের গতি আর বাউন্সের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কা। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এ ব্যাটার।
মেডেন দিয়ে ইনিংস শুরু করা তাসকিনও পঞ্চম ওভারে এসে তৃতীয় বলে উইকেট তুলে নেন। তার অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে ভেঙেছে ১৩ বলে ৬ রান করা নিশান মাদুস্কার স্টাম্প।
আরও পড়ুন: ভারতের বাংলাদেশ সফরে রাজি নয় মোদি সরকার!
দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে যে চাপ কমানোর চেষ্টা করেন কুশল মেন্ডিস। তার সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিসও। কিন্তু তিনি ব্যাট তুলতেই ক্যাচ দিয়ে বসেন। আক্রমণে আসা তাসকিন সপ্তম ওভারের প্রথম বলে মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কামিন্দু। কুশল মেন্ডিসকে সঙ্গ দিতে আপাতত ক্রিজে আছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
এদিন ৩৩১ ওয়ানডের পর প্রথমবার 'পঞ্চপাণ্ডব' ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। শেষবার ২০ বছর আগে মাশরাফী, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিককে ছাড়া ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা।
এদিকে এ ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ ইমন ও তানভীর ইসলামের। দুইজনেরই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুদিন আগেই অভিষেক হয়েছে। এবার ওয়ানডেতেও অভিষেক হলো তাদের।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আরআর/টিএ