আফরান নিশো এবং তাসনিয়া ফারিণ, দুজনেই দেশের জনপ্রিয় দুই তারকা। দুজনেই বিভিন্ন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে অভিনয়ের পাশাপাশি এবার তারা নাম লিখিয়েছেন সঞ্চালনাতেও। সম্প্রতি, মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর সঞ্চালনা করেছেন দুজন।
অনুষ্ঠানটিতে তাদের উপস্থাপনা বেশ পছন্দ করেছেন দর্শকরা। সেখানে ফারিণকে উদ্দেশ্য করে নিশো এক প্রশ্ন করেন যা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে নিশো ফারিণকে জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা ফারিণ, তোমার এক নম্বর স্বামী কেমন আছে?’ এ প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে ফারিণ বলেন, ‘এক নম্বর স্বামী মানে?’ তখন নিশো বলে ওঠেস, ‘ও, তুমি কি তোমার স্বামীর নাম জানো না? রেজ ওয়ান, ওয়ান মানে তো ওয়ান। এক নম্বর।
’একথা শুনে ফারিণ বলেন, ‘মুরুব্বি ওটাকে এক নম্বর না, একমাত্র স্বামী। সে খুব ভালো আছে। তবে আমার এক্স বয়ফ্রেন্ড কেমন আছে তা জানি না।’ এসময় নিশোর দিকে ইঙ্গিত করেন ফারিণ।
‘তখন নিশো বলেন, ‘না তোমার এক্স বয়ফ্রেন্ড। ও আচ্ছা আমিই তো!’
দুজনের এই কথোপকথনে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। উপস্থিত সবাই বেশ উপভোগ করেন তাদের দুষ্ট মিষ্টি ঝগড়া।
উল্লেখ্য, তাসনিয়া ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। সাড়ে আট বছর ধরে রেজওয়ানের সঙ্গে প্রেমের পর তাঁকে জীবনসঙ্গী করলেন ফারিণ।
২০২৩ সালের ১১ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ফারিণ ও রেজওয়ান।
২০২৪ ছিল মেরিল–প্রথম আলো পুরস্কারের রজতজয়ন্তীর বছর। মহা উৎসবটির কান্ডারি হয়েছিলেন দেশের সেরা উপস্থাপক হানিফ সংকেত। তিনি পঞ্চমবারের মতো এই অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন এবং সফলভাবেই শেষ করেন। এরপরই এ বছর উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয় তাসনিয়া ফারিণ ও আফরান নিশোকে। দুজনের চমৎকার রসায়নে উপস্থাপিত হয় উপভোগ্য জমজমাট সফল এক অনুষ্ঠান।
আরআর/টিএ