বলিউডে অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করে আজ তিনি নিজের অবস্থান গড়ে তুলেছেন। তবে প্রথমদিকে বাবার তুলনায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি নিজের ছেলের কাজেই হতাশ হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
২০০৪ সালে রাম গোপাল ভার্মার পরিচালনায় ‘সরকার’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করার আগে স্ক্রিন টেস্টেই চরম হতাশ হন অমিতাভ।
অভিষেক জানান, সেই টেস্টে একটি সংলাপে তাঁকে বলতে হতো ‘জি’- কিন্তু তিনি কিছুতেই উচ্চারণটি ঠিকভাবে করতে পারছিলেন না। শেষ পর্যন্ত পরিচালক অংশটি বাদ দেন। পরে গাড়িতে বসিয়ে অমিতাভ বলেন, “এই জন্য এত কষ্ট করে রোজগার করলাম, লেখাপড়া শিখিয়েছি? একটা উচ্চারণও ঠিকমতো করতে পারো না?”
সেই সময় অভিষেক অভিনীত ‘যুবা’ ছবির বিশেষ প্রদর্শনী হয়েছিল সিঙ্গাপুরে, যেখানে অভিনেতা শাম্মি কাপুর তাঁর অভিনয়ের প্রশংসা করেন। মা জয়া বচ্চনের চোখ ছলছল করলেও অমিতাভ তখন কিছু বলেননি। কেবল মন্তব্য করেন, “যা বলার পরে বলব।” পরে জানিয়েছেন, ‘যুবা’ ছবিতে ছেলের অভিনয় তাঁর ভালো লাগেনি।
তবে এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি ছবি মুক্তির সময় ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ হন অমিতাভ। কেউ অভিষেককে কটাক্ষ করলে খোদ বিগ-বি পাল্টা জবাব দেন।
অনেকে মনে করেন, অমিতাভের মতো একজন কিংবদন্তির ছেলে হওয়া মানে একই উচ্চতায় পৌঁছানো কঠিন চ্যালেঞ্জ। অভিষেক নিজেও বলেন, “বাবা সূর্যের মতো। তাঁকে ঘিরেই আমাদের আবর্তন করা উচিত।”
তিনি আরও মনে করেন, বাবার মতো ‘স্টারডম’-এর আকাঙ্ক্ষা তাঁর কোনোদিনই ছিল না। নিজের কেরিয়ারকে তিনি একটি শিক্ষার প্রক্রিয়া হিসেবেই দেখেন।
২৫ বছরের পেশাগত যাত্রায় অভিষেকের উত্থান-পতনের গল্প যেমন আছে, তেমনি আছে নিজেকে ভাঙাগড়ার এক নিরন্তর প্রয়াস।
আরআর/টিএ